Thursday, August 21, 2025

”রক্ত লাগলে জানাবেন…” বুদ্ধদেবকে নিয়ে পোস্টে বিতর্কের জবাব দিলেন দেবাংশুর

Date:

Share post:

অনেকটাই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেসরকারি হাসপাতাল থেকে সময় সময় মেডিক্যাল বুলেটিন জানাচ্ছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন। প্রতিনিয়ত খবর রাখছেন। এরই মধ্যে হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে রক্ত দেওয়া হবে। সংবাদ মাধ্যমে তা দেখে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের ফেসবুকে একটি পোস্ট
করেন। সোশ্যাল পোস্টে দেবাংশু লেখেন, “বুদ্ধবাবুকে রক্ত দিতে হবে শুনলাম। প্রয়োজনে গ্রুপ-সহ জানাবেন। তৃণমূল কর্মীরা দিয়ে আসবে।” আপাত-নিরীহ একটি পোস্ট। যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন দেবাংশু। চিকিৎসায় সহযোগিতা করার কথাই তো বলা হয়েছে। কিন্তু তা নিয়েও বিতর্ক নেটপাড়ায়।

বুদ্ধবাবুর জন্য রক্তদানের ইচ্ছাপ্রকাশ করে ফেসবুকে করা দেবাংশুর পোস্টের পরই একজন কমেন্ট বক্সে লিখেছেন, “এটা জানলে বুদ্ধবাবু রক্ত নেবেন না।” তার উত্তরে দেবাংশু লেখেন, “জ্যোতিপ্রিয় মল্লিক একবার বলেছিলেন, সিপিএমের লোকেদের সঙ্গে চা খাবেন না, বিয়ে বাড়িতে যাবেন না…। তখন ভাবতাম কেন এসব কথা বলছেন! আজ ভাবি, কেন আরেকটু বেশি বললেন না।”

এদিকে হাসপাতাল সূত্রে খবর, আগের চেয়ে অনেকটা সুস্থ হলেও আগামী শনিবার পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। আগে জানা গিয়েছিল তাঁর বাইপ্যাপ সাপোর্ট মাঝেমধ্যে বন্ধ করে দেখা হচ্ছে। বাইপ্যাপ ছাড়াই শ্বাস নিতে পারছেন বুদ্ধবাবু।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...