বিদেশ থেকে ল্যাপটপ (Laptop), ট্যাবলেট এবং ব্যক্তিগত উদ্দেশে ব্যবহার করা কম্পিউটার (Computer) আমদানির উপর কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড’ এর তরফে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট আমদানি সীমাবন্ধকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে জারি হয়েছে নোটিশ (Notice)। যে সমস্ত সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলির আমদানি করতে হলে এবার থেকে বৈধ লাইসেন্স প্রয়োজন হবে।
বাণিজ্যমন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, “একটি কম্পিউটার অথবা ই কমার্স সংস্থা থেকে কুরিয়ার অথবা ডাকের মাধ্যমে কেনা কম্পিউটারের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।” ব্যাগেজ বিধির আওতায় আমদানি করা হলে সেক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বৈদেশিক বাণিজ্য বিভাগ। কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক সাফ জানিয়েছে, “ব্যাগেজ বিধির আওতায় এই আমদানির নয়া বিধি লাগু হচ্ছে না। যে ব্যাগেজ বিধি সময়ে সময়ে পরিবর্তিত হয়।”