Wednesday, November 5, 2025

ল্যাপটপ-ট্যাবলেট-PC আমদানিতে লাগবে লাইসেন্স! কী নির্দেশিকা কেন্দ্রের

Date:

বিদেশ থেকে ল্যাপটপ (Laptop), ট্যাবলেট এবং ব্যক্তিগত উদ্দেশে ব্যবহার করা কম্পিউটার (Computer) আমদানির উপর কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড’ এর তরফে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট আমদানি সীমাবন্ধকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে জারি হয়েছে নোটিশ (Notice)। যে সমস্ত সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলির আমদানি করতে হলে এবার থেকে বৈধ লাইসেন্স প্রয়োজন হবে।

বাণিজ্যমন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, “একটি কম্পিউটার অথবা ই কমার্স সংস্থা থেকে কুরিয়ার অথবা ডাকের মাধ্যমে কেনা কম্পিউটারের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।” ব্যাগেজ বিধির আওতায় আমদানি করা হলে সেক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বৈদেশিক বাণিজ্য বিভাগ। কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক সাফ জানিয়েছে, “ব্যাগেজ বিধির আওতায় এই আমদানির নয়া বিধি লাগু হচ্ছে না। যে ব্যাগেজ বিধি সময়ে সময়ে পরিবর্তিত হয়।” মন্ত্রক বলেছে, ১ টি ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পার্সোনাল কম্পিউটার বা আল্ট্রা স্মল ফর্ম ফ্যাক্টর কম্পিউটার আমদানির জন্য ইমপোর্ট লাইসেন্সিং প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে, ই-কমার্স থেকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে এগুলি কেনার প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, মেরামত অথবা পুনরায় রফতানির জন্য কেনা সামগ্রীর ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি সেই সামগ্রী বিক্রি করার জন্য না হয় তাহলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত লাইসেন্স বা অন্যান্য কড়াকড়ি প্রযোজ্য হবে না। তবে নিশ্চিত করতে হবে যে, এই সমস্ত সামগ্রী বিক্রি করা হবে না।

 

 

 

 

 

Related articles

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...
Exit mobile version