Tuesday, November 11, 2025

আইএস.আই যোগে গুজরাটে ধৃ.ত তারকেশ্বরের যুবক, মানতে নারাজ পরিবার

Date:

Share post:

ISI যোগে গুজরাটে ধৃত তারকেশ্বরের যুবক। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে ছেলে দোষী নয় বলেই দাবি ধৃতের পরিবারের। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গুজরাট (Gujrat) পুলিশের ATS রাজকোট থেকে বাংলার তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে একজন হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দা আমান মালিক (Aman Malik)। আমানের বাড়ি তারকেশ্বর এর গয়েশপুর এলাকায়। বাকি দুই ধৃত পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ছেলে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে মানতে নারাজ আমানের বাবা সিরাজ মালিক। তিনি জানান, ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা না দিয়েই ছেলে রাজকোট চলে যায় সোনার কারিগরের কাজ করতে।কিছুদিন বাদে এই একই কাজে রাজকোট থেকে দিল্লি চলে যায়। বছরখানেক আগে আবার দিল্লি থেকে আগের কাজের জায়গায় ফিরে যায়। তবে গত একবছর ধরে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন ছেলে আমান। দিল্লি ছাড়ার পর বাড়িতেও আর আসেনি। এক মসজিদে নামাজ পড়তে গিয়ে কোনও গন্ডগোলের মধ্যে পড়ে যান আমান- অভিযোগ পরিবারের। সম্ভবত সেখান থেকেই কোনও ভাবে তাঁকে হয়তো ফাঁসানো হয়েছে। তবে ছেলে যদি সত্যি দোষী হয় তাহলে তার শাস্তি পাওয়া উচিৎ বলেই জানান আমানের বাবা সিরাজ।

এক বছরের বেশি সময় ধরে আমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশি হ্যান্ডলার আবু তালহা এবং ফুরসানের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। পরে জঙ্গি সংগঠন আইএসএ যোগ দিয়েছিলেন। তখনই তার সঙ্গে যোগাযোগ হয় মুজামিল নামে এক ব্যাক্তির।এরপর এই আমান, আবদুল, সুকুর ও সইফ নওয়াজকে এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত করে।

এটিএস দলের অফিসাররা তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি দেশী আধা স্বয়ংক্রিয় পিস্তল, ১০টি গুলি ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে। আর সেই ফোনগুলিতে জঙ্গি কার্যকলাপ সম্পর্কিত বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হয় এসটিএস দলের তরফে। এই ধৃত তিনজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রাজকোট আদালত।

 

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...