Tuesday, November 11, 2025

আইএস.আই যোগে গুজরাটে ধৃ.ত তারকেশ্বরের যুবক, মানতে নারাজ পরিবার

Date:

ISI যোগে গুজরাটে ধৃত তারকেশ্বরের যুবক। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে ছেলে দোষী নয় বলেই দাবি ধৃতের পরিবারের। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গুজরাট (Gujrat) পুলিশের ATS রাজকোট থেকে বাংলার তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে একজন হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দা আমান মালিক (Aman Malik)। আমানের বাড়ি তারকেশ্বর এর গয়েশপুর এলাকায়। বাকি দুই ধৃত পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ছেলে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে মানতে নারাজ আমানের বাবা সিরাজ মালিক। তিনি জানান, ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা না দিয়েই ছেলে রাজকোট চলে যায় সোনার কারিগরের কাজ করতে।কিছুদিন বাদে এই একই কাজে রাজকোট থেকে দিল্লি চলে যায়। বছরখানেক আগে আবার দিল্লি থেকে আগের কাজের জায়গায় ফিরে যায়। তবে গত একবছর ধরে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন ছেলে আমান। দিল্লি ছাড়ার পর বাড়িতেও আর আসেনি। এক মসজিদে নামাজ পড়তে গিয়ে কোনও গন্ডগোলের মধ্যে পড়ে যান আমান- অভিযোগ পরিবারের। সম্ভবত সেখান থেকেই কোনও ভাবে তাঁকে হয়তো ফাঁসানো হয়েছে। তবে ছেলে যদি সত্যি দোষী হয় তাহলে তার শাস্তি পাওয়া উচিৎ বলেই জানান আমানের বাবা সিরাজ।

এক বছরের বেশি সময় ধরে আমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশি হ্যান্ডলার আবু তালহা এবং ফুরসানের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। পরে জঙ্গি সংগঠন আইএসএ যোগ দিয়েছিলেন। তখনই তার সঙ্গে যোগাযোগ হয় মুজামিল নামে এক ব্যাক্তির।এরপর এই আমান, আবদুল, সুকুর ও সইফ নওয়াজকে এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত করে।

এটিএস দলের অফিসাররা তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি দেশী আধা স্বয়ংক্রিয় পিস্তল, ১০টি গুলি ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে। আর সেই ফোনগুলিতে জঙ্গি কার্যকলাপ সম্পর্কিত বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হয় এসটিএস দলের তরফে। এই ধৃত তিনজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রাজকোট আদালত।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version