Monday, November 3, 2025

সাতসকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে জ্ঞানবাপী মসজিদের ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ কাজ শুরু

Date:

Share post:

এলাহাবাদ হাই কোর্টের অনুমোদন পাওয়া মাত্রই শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল জ্ঞানবাপী মসজিদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ‘বৈজ্ঞানিক’ সমীক্ষা। আজ সকালে পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা কয়েকটি দলে ভাগ হয়ে মসজিদের ভেতরে ও বাইরে সমীক্ষার কাজ শুরু করেছেন। তবে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে এই প্রক্রিয়ার অংশগ্রহণ করা হয়নি। মসজিদ কমিটির যুগ্ম সচিব এসএম ইয়াসিন বলেন,”আমরা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। শীর্ষ আদালতের নির্দেশ দেখে আমরা পরবর্তী পদক্ষেপ করব।’’


আরও পড়ুনঃ জ্ঞানবাপীতে সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম দ্বারস্থ মসজিদ কর্তৃপক্ষ


শুক্রবার ভোরবেলা থেকেই জ্ঞানবাপী এলাকায় বিশাল পরিমাণ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। সকাল সাতটা নাগাদ সেখানে পৌঁছন এএসআই আধিকারিকরা। কড়া নিরাপত্তার মধ্যেই জ্ঞানবাপীতে শুরু হয় বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। সেখানে উপস্থিত হিন্দু পক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠী বলেন, “কতদিন ধরে এই সমীক্ষা চলবে সেটা তো এএসআইয়ের কাজের উপর নির্ভর করে। অযোধ্যায় রামমন্দিরের সমীক্ষা করতে সাত-আট মাস সময় লেগেছিল।”

প্রসঙ্গত, জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা চালালে মসজিদ ভেঙে পড়তে পারে এই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। তবে সেই দাবি খারিজ হয়ে গিয়েছে এলাহাবাদ হাই কোর্টে। আদালতের রায়ে বলা হয়েছে, বারাণসীর জেলা আদালত বৈজ্ঞানিক সমীক্ষার পিছনে উপযুক্ত যুক্তি দিয়েছে। সুবিচারের স্বার্থে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার প্রয়োজন। রায়দানের কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মসজিদ কর্তৃপক্ষ।দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...