Wednesday, August 27, 2025

হাইকোর্টের নির্দেশে এসএসকেএম থেকে সুজয়কৃষ্ণর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করল ইডি

Date:

এবার হাইকোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট জোগাড় করতে এসএসকেএম হাসপাতালে যান ইডির আধিকারিকরা। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সুজয়ের চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু নথি সংগ্রহ করেন।

অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আর্জি জানান সুজয়কৃষ্ণর আইনজীবী। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণর অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।

এরপরই সুজয়কৃষ্ণর স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী বুধবারের মধ্যে ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরু করে দিয়েছে ইডি। শুক্রবার সকালেই এসএসকেএমে গিয়ে রিপোর্ট সংগ্রহ করেন আধিকারিকরা।আগামী সপ্তাহে সেই রিপোর্ট আদালতে জমা দেবে ইডি।

প্রসঙ্গত, এসএসকেএমের বদলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু হাইকোর্ট তার সেই আবেদনে সাড়া দেয়নি।আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, এসএসকেএমেই সুজয়কৃষ্ণর চিকিৎসা হবে।

 

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version