Friday, August 22, 2025

চাপে পড়ে সুর বদল, দলের বিরুদ্ধে মুখ খোলায় ক্ষমাপ্রার্থী হুমায়ুন

Date:

দল বিরোধী মন্তব্যের পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল(TMC) ছেড়ে নতুন দল গঠনের। তবে বিদ্রোহ, বিক্ষোভ, হুঁশিয়ারি ছেড়ে এবার দলের প্রতি আস্থা রেখে ক্ষমাপ্রার্থী হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির(Humayun Kabir)। একেবারে ১৮০ ডিগ্ৰি ইউটার্ন নিয়ে তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ওপর আস্থা প্রকাশ করলেন হুমায়ুন। তৃণমূলের তরফে শোকজ করা হয়েছিল এই বিধায়ককে। সেই শোকজের জবাবি পত্রেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন তিনি।

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কংগ্রেস, তৃণমূল, বিজেপি তিন দলই করেছেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হওয়ার পর খুব একটা বিদ্রোহ চোখে পড়েনি। তবে শাওনী সিংহ রায়কে জেলা সভাপতি করার পর থেকে বেঁকে বসা শুরু করেন হুমায়ুন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে অন্তোষ থেকে নির্দল প্রার্থীদের হয়ে সওয়াল করা, শেষমেশ শোকজ পেয়ে নয়া দল গড়ার হুমকি দেন বিদ্রোহী নেতার। এরপরই হুমায়ুনের বিরুদ্ধে তৎপর হয় তৃণমূল। শোকজ করা হয় তাঁকে। এরপরই ১৮০ ডিগ্ৰি পাল্টি খেয়ে দলের কাছে মাথা নত করলেন বিধায়ক।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নিজের শোকজ পত্রে দলের কাছে ক্ষমাই চেয়ে নেওয়ার পাশাপাশি তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে, এমনটাও জানালেন। পাশাপাশি মিডিয়ার সামনে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য ক্ষমাপ্রার্থনাও করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে জেলার যে সাংগঠনিক সমস্যা নিয়ে তিনি সরব হয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকে তিনি যে সরে আসছেন না সেটাও জানিয়ে দিয়েছেন। তাঁর আশা ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্ব তাঁর আবেদন বিবেচনা করে দেখবে।

Related articles

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...
Exit mobile version