Friday, November 14, 2025

বেহালার ছাত্রমৃ.ত্যুর ঘটনায় ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

Date:

সাতসকালে বেহালার পথদুর্ঘটনা ও বিক্ষোভের ঘটনা কী করে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন।

আরও পড়ুনঃ“শকুনের রাজনীতি”, বেহালা দু.র্ঘটনা নিয়ে কুণালের নিশানায় শুভেন্দু, তুললেন চণ্ডীতলা প্রসঙ্গ

শুক্রবার সাতসকালে বেহালা চৌরাস্তায় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছোট্ট সৌরনীলকে পিষে মেরে ফেলে মাটিবোঝাই একটি লরি।গুরুতর আহত অবস্থায় ছাত্রটির অভিভাবককে এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা।নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পরিস্থিতি কীভাবে এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী । এমনকি হাসপাতালে ভর্তি মৃতের বাবার খোঁজখবর নিয়েছেন তিনি। এমনকি নিহত পড়ুয়ার পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

পাশাপাশি, পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বেহালায় যে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।কীভাবে ওই রাস্তায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল সে সম্পর্কেও খোঁজ নিয়েছেন তিনি।


এদিক, ঘটনার পরই পরিস্থিতি পরিদর্শনে সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এমনটা নয় যে ওখানে পুলিশ ছিল না বা থাকে না। অতীতের থেকে এই রাস্তায় বর্তমানে দুর্ঘটনার সংখ্যা কমেছে। সেটা হয়েছে পুলিশ অফিসাররা সচেতন থাকেন বলেই। কিন্তু কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা-ও নিশ্চিত করার চেষ্টা করা হবে।’’

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version