Tuesday, August 26, 2025

বেহালার ছাত্রমৃ.ত্যুর ঘটনায় ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

Date:

সাতসকালে বেহালার পথদুর্ঘটনা ও বিক্ষোভের ঘটনা কী করে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন।

আরও পড়ুনঃ“শকুনের রাজনীতি”, বেহালা দু.র্ঘটনা নিয়ে কুণালের নিশানায় শুভেন্দু, তুললেন চণ্ডীতলা প্রসঙ্গ

শুক্রবার সাতসকালে বেহালা চৌরাস্তায় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছোট্ট সৌরনীলকে পিষে মেরে ফেলে মাটিবোঝাই একটি লরি।গুরুতর আহত অবস্থায় ছাত্রটির অভিভাবককে এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা।নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পরিস্থিতি কীভাবে এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী । এমনকি হাসপাতালে ভর্তি মৃতের বাবার খোঁজখবর নিয়েছেন তিনি। এমনকি নিহত পড়ুয়ার পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

পাশাপাশি, পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বেহালায় যে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।কীভাবে ওই রাস্তায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল সে সম্পর্কেও খোঁজ নিয়েছেন তিনি।


এদিক, ঘটনার পরই পরিস্থিতি পরিদর্শনে সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এমনটা নয় যে ওখানে পুলিশ ছিল না বা থাকে না। অতীতের থেকে এই রাস্তায় বর্তমানে দুর্ঘটনার সংখ্যা কমেছে। সেটা হয়েছে পুলিশ অফিসাররা সচেতন থাকেন বলেই। কিন্তু কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা-ও নিশ্চিত করার চেষ্টা করা হবে।’’

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version