Monday, November 3, 2025

টানা বৃষ্টির জের! উত্তরাখণ্ডে ধসের কারণে বাড়ছে মৃ.তের সংখ্যা, জোরকদমে চলছে উদ্ধারকাজ  

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেই বৃষ্টি এবং ধসের (Landslide) জেরেই বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। উত্তর ভারতের এই রাজ্যে ক্ষতির পরিমাণও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শনিবার রুদ্রপ্রয়াগে (Rudraprayag) ধসের কারণে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ১৭ জন। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসনের আশঙ্কা নিখোঁজ ব্যক্তিরা মন্দাকিনী নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে।

শনিবার ধস নেমেছে কেদারনাথ মন্দির (Kedarnath) থেকে ১৬ কিলোমিটার দূরে। সূত্রের খবর, এদিন ধসের সময় এক দোকানে চার জন স্থানীয় বাসিন্দা এবং ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। ইতিমধ্যেই উদ্ধারকার্য (Rescue) শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Team)। ঘটনায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিচু এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ধসের কারণে উত্তরাখণ্ডে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১১৭৬টি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ ও দেরাদুন সহ অন্তত ৯টি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

 

 

spot_img

Related articles

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...