সিঙ্গুরের রতনপুর গ্রামের (Ratanpur Village, Singur) একটি নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে (Septic tank) কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি দুই শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকাল সাতটা নাগাদ চন্দনা মাইতির বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে কাজ করতে আসেন দুই শ্রমিক। প্রায় মাস দুয়েক আগে তৈরী হওয়া নতুন সেপটিক ট্যাঙ্কের একটি ঢাকনা খুলে প্রথমে ভিতরে নামেন এক শ্রমিক। এরপর দীর্ঘক্ষণ সেই শ্রমিকের কোনও সাড়া শব্দ না পেয়ে দ্বিতীয় শ্রমিকও নিচে নামেন। কিন্তু ভিতরে দুজনেই অচৈতন্য হয়ে পড়েন। এলাকার লোকজন তড়িঘড়ি পুলিশ এবং দমকলে খবর দেন। দমকল কর্মীরা ওই দুই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম গণেশ মান্না(Ganesh Manna),বাড়ি সিঙ্গুরে। অপর জনের নাম সুব্রত দাস(Subrata Das), তাঁর বাড়ি ধনিয়াখালি থানা এলাকায়। চাপঁদানি দমকল বিভাগের ওসি জানান, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সম্ভবত ভিতরে মিথেন বা অন্যান্য গ্যাস তৈরি হয়েছিল, সেই কারনেই এই দূর্ঘটনা ঘটেছে।