Wednesday, May 7, 2025

‘অগ্নিপথ’ চূড়ান্ত ফ্লপ! স.শস্ত্র বাহিনীতে মহিলা-রূ.পান্তরকামীদের নিয়ে বড় ভাবনা মোদির

Date:

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘অগ্নিপথ প্রকল্প’ (Agnipath Scheme) জোর ধাক্কা খেয়েছে। যুবদের অনেকেরই ভারতীয় সেনাবাহিনীতে সামিল হয়ে দেশের সেবা করার ইচ্ছা থাকে। কিন্তু, অধিকাংশেরই নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাঁদের সুযোগ দিতে অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু প্রথম থেকেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সরব সব মহল। পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিভিন্ন প্রান্তে থাকা দেশের একাধিক মানুষ। এবার অগ্নিপথের সেই ক্ষত ঢাকতে বড় মন্তব্য করে বসলেন বিজেপি (BJP) সাংসদ (MP)। সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের হার বাড়াতে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থার ঘোষণা করলেন সাংসদ সুশীল মোদি (Sushil Modi)।

তবে শুধু মহিলাদের (Women) জন্য রূপান্তরকামীদের (Transgender) জন্যও বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। বিজেপি সাংসদ স্পষ্ট জানিয়েছেন, মাওবাদী অধ্যুষিত এলাকা ও সীমান্ত এলাকার জন্য সশস্ত্র বাহিনীতে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আর তা না হলে জঙ্গি কার্যকলাপের দিকে মন চলে যেতে পারে তাঁদের। সেই আশঙ্কা থেকেই তিনি এমন কথা জানিয়েছেন। বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বাধীন সংসদীয় কমিটির তরফে এই সুপারিশ করা হয়েছে। তবে কমিটির পেশ করা রিপোর্টে বলা হয়েছে, বাহিনীতে মহিলাদের যোগদানের হার বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে। তার মধ্যে অন্যতম হল, অপেক্ষাকৃত নিরাপদ ও ঝুঁকিহীন ক্ষেত্রে মহিলাদের পোস্টিং দিতে হবে। তবে খুব বেশি শ্রমসাধ্য কাজ বা কঠিন পরিস্থিতির মধ্যে যেন তাঁদের পড়তে না হয় কেন্দ্রকে সেবিষয়টি নজরে রাখতে হবে।

মহিলাদের যোগদানের পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে কমিটির রিপোর্টে। বলা হয়েছে, রূপান্তরকামীদের জন্য বাহিনীতে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাঁরা যেন সমাজের মূলস্রোতে ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত কমিটির। রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মহিলা সশস্ত্র বাহিনীতে কর্মরত। তবে বিজেপি বিধায়কের এমন সুপ্রস্তাবে কেন্দ্রের মোদি সরকার সিলমোহর দেন কী না সেদিকে নজর থাকবে।

 

 

 

Related articles

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...
Exit mobile version