Monday, August 25, 2025

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

Date:

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। ‘অপারেশন সিন্দুর’কে (Operation Sindur) তাই পহেলগাম হামলার যোগ্য জবাব বলে জানালেন তিনি। ‘অপারেশন সিন্দুর’-এর খবর শুনে হিমাংশী (Himanshi) কেন্দ্রকে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছেন এই অভিযান জারি রাখার জন্য।

হিমাংশী জানান, “আমার স্বামী প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি দেশের শান্তি রক্ষা করতে চেয়েছিলেন, নিরীহ মানুষের জীবন রক্ষা করতে চেয়েছিলেন। তিনি দেশ থেকে ঘৃণা ও সন্ত্রাসবাদ নির্মূল করতে চেয়েছিলেন। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। আমি তাদের অনুরোধ করছি যে তারা এই অভিযান যেন এখানেই শেষ না করে। সন্ত্রাসবাদকে গোড়া নির্মূল করা প্রয়োজন। যাতে আমার সঙ্গে যা হয়েছে, তা যেন অন্য কারও সঙ্গে না হয়।

সার্জিক্যাল স্ট্রাইকের নামকরণ ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindur) প্রসঙ্গে হিমাংশীর মত, “আমি এই নামের সঙ্গে নিজেকে দেখতে পাচ্ছি। আমি একটা প্রাণ হারিয়েছি। সম্ভবত এখনও কেউ বুঝতে পারছেন না, আমার জীবনে কী ঘটে গিয়েছে কিংবা আমার সঙ্গে কী ঘটেছে।”

ভারতের অভিযান নিয়ে এদিন সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। এ ব্যাপারে হিমাংশী বলেন, “একজন মহিলাই একজন মহিলার যন্ত্রণা বুঝতে পারেন। এটা দেখে ভাল লেগেছে যে, কোনও মহিলা অফিসারকে সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি প্রতিরক্ষা বিভাগেও পুরুষ-মহিলার সমানপদে, যোগ্য সম্মানে কাজ করা উচিত।” একইসঙ্গে তাঁর স্বামীর জন্য সর্বোচ্চ সামরিক সম্মানের দাবি জানিয়েছেন হিমাংশী।

স্বামীর মৃত্যুর পরপরই হিন্দু-মুসলিম ঐক্যের দাবি এবং কাশ্মীরিদের সমর্থন চাওয়ার জন্য তিনি যে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, তার কথা উল্লেখ করে হিমাংশী বলেন, “আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কথাগুলি যেভাবে বিকৃত করা হয়েছে এবং আমার বিরুদ্ধে যে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি মর্মাহত। আমি একজন সাহসী সেনার স্ত্রী। হামলার পর আমি পহেলগামে দু-ঘণ্টা একা দাঁড়িয়ে ছিলাম। আমি একা ছিলাম না আরও ২৬ জন মহিলা সেখানে ছিলেন। আমরা আশা করেছিলাম সরকার এবং সেনাবাহিনী আমাদের কষ্ট স্বীকার করবে।”
আরও খবর২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version