Wednesday, August 13, 2025

গতি কেড়ে নিল প্রা.ণ, জাতীয় মোটরবাইক রেসিং চ্যাম্পিয়নশিপে মৃ.ত্যু কিশোরের

Date:

গতি কেড়ে নিল প্রাণ। যে গতিকে ভালোবেসে জীবন যুদ্ধে বড় হতে চেয়েছিল ছোট্ট ১৩ বছরের কোপারাম শ্রেয়স হরিশ। সেই শ্রেয়স-এরই প্রাণ গেল গতিতে। জাতীয় মোটরসাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ বছরের শ্রেয়সের। জানা গিয়েছে, চেন্নাইয়ের একটি বাইক রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শ্রেয়স। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে শ্রেয়স। এই ঘটনায় শোকের ছায়া।

জানা গিয়েছে, মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতার। সেখানেই রুকি বিভাগে অংশ নেয় শ্রেয়স। কিন্তু প্রথম পর্বে কোনও সমস্যা না হলেও শ্রেয়সের বাইক বিপদের মুখোমুখি হয় খানিক্ষণ বাদে। প্রথম ল্যাপে একটি বাঁক নেওয়ার সময় হরিশের বাইকটি পিছলে যায়। বাইক থেকে ছিটকে পড়ে যায় শ্রেয়স। তার মাথার হেলমেট খুলে যায়। তার একটু পিছনে থাকা প্রতিযোগী বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তার বাইকের চাকা শ্রেয়সের মাথার উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা থামিয়ে দেওয়া হয়। শ্রেয়সকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেসিং ট্র্যাক থেকেই বিশেষ অ্যাম্বুল্যান্সে করে শ্রেয়সকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সে সময় সঙ্গে ছিলেন শ্রেয়সের বাবাও।

এই ঘটনার পর সংগঠনের সভাপতি অজিত থমাস বলেন, “অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা একজন কিশোর প্রতিভাবান বাইক রেসারকে হারালাম। আমরা ভাবতেই পারছি না শ্রেয়স নেই। সম্প্রতি কয়েকটা প্রতিযোগিতায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল শ্রেয়স। ওর পরিবারের জন্য বড় ক্ষতি। বাইক রেসিংয়ের জন্যও বড় ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুন:আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচ, সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া

 

 

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version