Sunday, November 16, 2025

নওশাদ আটকে রেখেছে সার্টিফিকেট অভিযোগ তুলে ভাঙড়ের নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ

Date:

ভাঙড়ে ফের ভাঙন আইএসএফে। নওশাদ সিদ্দিকির সমর্থনে ভোটে জিতলেও আবার শিবির ত্যাগ করে শাসক দল তৃণমূলের হাত ধরলেন জয়ী নির্দল প্রার্থী। নেতা শওকত মোল্লার হাত থেকে তুলে নিলেন ঘাসফুল শিবিরের পতাকা।ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা এখন থেকে তৃণমূলের সদস্য। শাসক দলে যোগদানের পরই সাদিকুল সদর্পে বললেন, “তৃণমূলের নীতি ভালো”।

কে এই সাদিকুল মোল্লা? ভোটে জেতার পরপরই তাঁর অভিযোগ ছিল, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার সার্টিফিকেট নিয়ে রেখে দিয়েছেন। সেই সাদিকুল এবার তৃণমূলে যোগ দিলেন। সাদিকুল মোল্লা বলেন, “আইএসএফের সমর্থনে জিতেছিলাম। তারপর টিএমসিতে যোগ দিয়েছি। কারণ, এই দলের নীতি আদর্শ ভালো। আগে আমি টিএমসিতেই ছিলাম। পরে নির্দলের টিকিটে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এখন আবার পুরনো দলেই ফিরে এলাম। দল বদলের জন্য কোনও চাপ দেওয়া হয়নি। থানায় অভিযোগ করেছি যাতে আমার সার্টিফিকেট ফিরে পাওয়া যায়।”

তৃণমূলে যোগদান প্রসঙ্গে সওকত মোল্লা সাদিকুল মোল্লাকে দেখিয়ে বলেন, “এই যে ভাইকে দেখছেন তাঁর জয়ের সার্টিফিকেটটি নিয়ে রেখে দিয়েছেন নওশাদ সিদ্দিকি। উনি গতকাল থানায় গিয়ে অভিযোগ করেছেন। আমি বলব নওশাদবাবুরা তো অনেক তাবিজ দেন। ওই সার্টিফিকেটটা নিয়ে তাবিজ দিন। ওটার দরকার নেই। আগামী ৯ তারিখে উনি শপথ নেবেন। সাদিকুল যোগ দেওয়ার ফলে তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলে সদস্য সংখ্যা হল ১৯।

আরও পড়ুন:কিছুটা শান্ত মণিপুর! সাত ঘণ্টার জন্য ইম্ফলের পশ্চিমে শিথিল কার্ফু

 

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version