Monday, January 12, 2026

বিশ্ব আদিবাসী দিবস: মঙ্গলবারই ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি উদ্যোগে পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিতেই মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম (Jhargram) পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে সরকারি পরিষেবা বিতরণও করবেন তিনি।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যর আদিবাসীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই রাজ্যে আলচিকিতে পঠন-পাঠন ও সাঁওতালি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নিয়েছেন তিনি। সেই মতো ঝাড়গ্রামে অনুষ্ঠান হবে। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছাবেন মমতা। সন্ধেয় জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে সূত্রের খবর। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল জানান, অনুষ্ঠান মঞ্চ থেকে লোধা-শবরদের জন্য সরকারি পরিষেবা প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে বিজেপি। কিন্তু এলাকার উন্নয়ন ও জনসংযোগের মধ্যে দিয়ে জমি উদ্ধার করে শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার সব ক’টি আসন জিতে নেয় তৃণমূল। পঞ্চায়েত ভোটেও ঘাসফুল ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। এবার লক্ষ্য লোকসভা নির্বাচন। দেশের রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে কৃতিত্ব দাবি করে লোকসভা ভোটে প্রচার করতে পারে বিজেপি। এমনিতেই গত লোকসভা ভোটে আদিবাসী ভোটে অনেক জায়গাতেই গিয়েছে গেরুয়া শিবিরে।

সেই দিক দিয়ে মমতার এবারের ঝাড়গ্রাম সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই কৃষি, পঞ্চায়েত, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন কয়েক হাজার মানুষের হাতে। আনন্দধারা প্রকল্পের অধীন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যাঙ্ক ঋণের চেকও দেবেন তিনি।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...