Tuesday, November 4, 2025

বিয়ে বাড়ির খরচে (Wedding Expenses) এবার পড়তে পারে কোপ। বিয়ে বাড়ি মানেই সাজগোজ, দেদারে খাওয়াদাওয়া, হই-হুল্লোড়ের পাশাপাশি অনেক অতিথিদের সমাগম হয়। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনও মানুষেরই আলাদা উন্মাদনা সবসময় থাকে। কিন্তু সেই উদযাপন আর কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে এবার বড়সড় প্রশ্ন দেখা দিল। সোমবার বিয়ের রীতিতে দ্রুত বদল আনতে জন্য নতুন বিলের (New Bill) প্রস্তাব পেশ হল লোকসভায় (Loksabha)। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থের অপচয় বন্ধ করার উদ্দেশে কংগ্রেসের লোকসভার সাংসদ যশবীর সিং গিল (Yashvir Singh Gill) লোকসভায় বিলটি আনেন।

সাংসদ যশবীর জানিয়েছেন, অনুষ্ঠানবাড়ির খরচ সবার জন্য এক হওয়ার কথা বলা হয়েছে এই বিলে। পাশাপাশি প্রস্তাবিত বিলটিতে বরযাত্রীর সংখ্যা ৫০ জনের মধ্যে রাখা এবং খাবারের মেনুতে পদের সংখ্যা ১০-এর মধ্যেই রাখার কথা বলা হয়েছে। লোকসভায় কংগ্রেস সাংসদ বলেন, ‘বিশেষ উপলক্ষে অপব্যয় ব্যয় প্রতিরোধ’ নামক প্রস্তাবিত বিলটি সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের জীবনে সদর্থক পরিবর্তন আনবে। অন্যদিকে বিল পাশ হলেই কন্যাভ্রুণ হত্যার মতো অপরাধও দেশে বন্ধ হবে। বিলে আরও জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষকে ২৫০০ টাকার বেশি নগদ কিংবা উপহার দেওয়া যাবে না। এছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় ১০০ জনের বেশি অতিথিকে নিমন্ত্রণ করা যাবে না বলে জানানো হয়েছে।

পাঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ আরও জানিয়েছেন, এই বিলের আসল উদ্দেশ্য হল বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থের অপচয় বন্ধ করা। অর্থ থাকলেই অনেকে তার প্রদর্শন করেন বিয়েতে। আর সেটা রুখে দেওয়ার জন্যই এই বিল পেশ করা হয়েছে বলে দাবি কংগ্রেস সাংসদের। এই বিলটি পাশ হয়ে গেলে কন্যাসন্তানকে আর সমাজের বোঝা বলে মনে হবে না। পাশাপাশি মেয়েদের বিয়ে সংক্রান্ত একাধিক জোরজুলুমও অবিলম্বে বন্ধ হবে বলেই মত তাঁর।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version