Sunday, January 11, 2026

এগিয়ে থেকেও ড্র, ডার্বির আগে দল নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত?

Date:

Share post:

গতকাল ডুরান্ড কাপের অভিযান শুরু করে ইস্টবেঙ্গল এফসি। নতুন মরশুম নতুন আশা নিয়ে নতুন কোচের হাত ধরে মরশুম শুরু করে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু কোথায় কী? পুরোনো রোগ সারেনি লাল-হলুদের। অন্তন ডুরান্ডের প্রথম ম্যাচ দেখে তো তাই মনে হয়েছে ফুটবল বিশেষজ্ঞদের।দু’গোলে এগিয়ে থেকেও বাংলাদেশ আর্মির সঙ্গে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল কার্লোস কুয়াদ্রাতের দলকে। দল এখনও সেট হয়নি। সামনেই ডার্বি। আগামী শনিবার মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তবে তার আগে দল তৈরি হয়ে যাবে মনে করছেন লাল-হলুদ কোচ।

বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করে ডার্বি নিয়ে কুয়াদ্রাত বলেন,” ডার্বির আগে আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি। ফলে যেসব ফুটবলারদের সামান্য চোট রয়েছে, তারা ফিট হয়ে যাবে। ডার্বিতে খুব একটা সমস্যা হবে না। তবে খুশির খবর ক্লেইটন ভিসা পেয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই এখানে চলে আসবে। তবে ডার্বিতে ওকে নামাতে পারব কিনা আমি জানি না। ওর ফিটনেস দেখার পরই সিদ্ধান্ত নেব।”

এদিকে এগিয়ে থেকেও ড্র। লাল-হলুদ কোচের মতে নিশু কুমার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরই সমস্যায় পরে দল। এই নিয়ে তিনি বলেন,” নিশুর লাল কার্ডটা আমাদের অনেকটাই সমস্যায় ফেলে দিয়েছে। বিশেষ করে ডার্বিতে তো সমস্যা হয়েছেই। সেই সঙ্গে বাংলাদেশ আর্মির বিরুদ্ধেও আমাদের সমস্যা হয়েছে। শেষ মুহূর্তে এই ভাবে গোল হজম সত্যি মানা যায় না। তবে এখনও সময় আছে আমরা ডার্বিতে ফিরে আসব।”

আরও পড়ুন:কবে দলে ফিরবেন শ্রেয়স? বড় আপডেট দিলের অধিনায়ক রোহিত শর্মা

 

 

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...