Tuesday, August 26, 2025

‘কু.রুচিকর’ মন্তব্যে দলেই সমালোচিত সেলিম, খোঁচা তৃণমূলের

Date:

অনিল বসু, বিনয় কোঙারদের মতো সিপিআইএমের (CPIM) নেতাদের কুকথা সর্বজনবিদিত। তবে তা নিয়ে আলিমুদ্দিনের অন্দরে তাঁদের খুব একটা অস্বস্তিতে পড়তে হয়েছে বলে জানা যায়নি। কিন্তু এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) যে শব্দ ব্যবহার করলেন, তাতে রেগে গিয়েছেন দলেরই মহিলা নেত্রী-সহ বামফ্রন্ট শরিকদলের অনেক নেতৃত্বই।

সোমবার সেলিম তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘অভিযোগ, তিনি তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি প্রস্টিটিউটর অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ এই ‘পতিতা’ শব্দটি নিয়ে প্রবল আপত্তি দলের। বিরোধী রাজনীতিকের ভূমিকা থেকে সেলিম আক্রমণ করতেই পারেন, কিন্তু তা করতে গিয়ে যে শব্দটি তিনি ব্যবহার করেছেন, সেটি নিয়ে সমালোচনা শুরু করেছেন সিপিএমের মহিলা নেতৃত্ব।

গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোসের কথায়, প্রস্টিটিউট শব্দটা তাঁরা বলেন না। তাঁরা যৌনকর্মী বলেন। কিন্তু তাঁদের রাজ্য সম্পাদক তো সেটি লিখেছেন? কনীনিকা বলেন, এ বিষয়ে মহিলারা যতটা সচেতন, অন্যেরা হয়তো নন।

সিপিএমের এক তরুণ নেতার মতেও মহম্মদ সেলিমের এই শব্দবন্ধ তিনি সমর্থন করেন না। তবে শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুএর মত, এই পেশার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য সব সরকারেরই দায়ব্ধতা থাকা উচিত। অনাদিও জানান, তাঁরা এই শব্দ বলেন না, সেক্স ওয়ার্কার বলেন। তবে রাজ্য সম্পাদকের পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

এই মন্তব্য নিয়ে সেলিমকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেলিমের উদ্দেশ করে লেখেন, ‘‘কয়েকবছর আগের কথা। পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তাঁর বিমান এবং হোটেলের কাগজ তাঁর বাড়িতে দেন পার্টিরই আর এক নেতা। আমাদেরও দেন। চূড়ান্ত অশান্তি হয়। আমরা সৌজন্যের খাতিরে তখন ছাপিনি। এ বিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?’’

আরও পড়ুন- হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দু.র্ঘটনা! লেন ভেঙে গাড়িতে ধা.ক্কা ট্রেলারের, মৃ.ত ৩

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version