Monday, August 25, 2025

পুলিশি তৎপরতায় বেহালার চৌরাস্তায় সামনে থেকে সরানো হল দোকান, ফের খুলল বড়িশা হাইস্কুল

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর সোমবার সকালে খুলল বড়িশা হাইস্কুল। লালবাজারের নির্দেশ মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই। ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা।


আরও পড়ুনঃ বেহালার ছাত্রমৃ.ত্যুর ঘটনায় ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়া সৌরনীলের মৃত্যুর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। বেহালায় মর্মান্তিক দুর্ঘটনার পর পুরসভা, পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে ফুটপাত খালি করা হয়। মেট্রো স্টেশনের এলাকায় যে সব দোকান বসেছিল সেই দোকানদারদের রবিবার বিকেল ৪টের মধ্যে সরে যেতে বলা হয়েছিল। না হলে প্রশাসনের তরফ থেকে দোকান সরিয়ে দেওয়ারও হুঁশিয়ারি ছিল। কিন্তু বিকেলের পরও দোকান না সরানোয় পুলিশ এসে কয়েকটি দোকান সরিয়ে দেয়। তার পর বাকি দোকানদাররাও সরিয়ে নেন তাঁদের অস্থায়ী দোকানগুলিকে।


প্রসঙ্গত, শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় স্কুলপড়ুয়া সৌরনীলের। তাঁর বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনার পক থেকেই পরপর তিনদিন বন্ধ ছিল স্কুল। রবিবার ওই এলাকার ফুটপাতের দোকানগুলি উঠিয়ে দেওয়ার পর সোমবার ফের শুরু হয়। কলকাতা পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে পথচারীরাও।

spot_img

Related articles

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...