মঙ্গলাহাট অ.গ্নিকাণ্ডে গ্রে.ফতার ১ প্রৌঢ়

মঙ্গলাহাট অগ্নিকান্ডের তদন্তে নেমে বড় সাফল্য পেল সিআইডি। ঘটনায় ১৭ দিন পর সোমবার রাতে হাওড়া থেকে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম শান্তিরঞ্জন দে। আজই ধৃতকে আদালতে তোলা হবে।


আরও পড়ুনঃ মঙ্গলাহাটের ক্ষ.তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সরকার, পুনর্বাসনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিরঞ্জন নিজেকে ওই হাটের মালিক বলে দাবি করতেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রথম থেকেই তাঁর দিকে অভিযোগের আঙুল তুলছিলেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের পিছনে তাঁর হাত রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের। তার ভিত্তিতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। এ নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাঁকে।


প্রসঙ্গত, গত ২০ জুলাই মধ‍্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাটের প্রায় আড়াই হাজারেরও বেশি দোকান। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁর নির্দেশে অগ্নিকাণ্ডের তদন্তও শুরু করে সিআইডি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন গোয়েন্দারা। সেই ঘটনার পর গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

Previous article“ওকে তো পাতেই দেওয়া যায় না”, রুদ্রনীলকে নজিরবিহীন আক্রমণ মদনের! কেন জানেন?
Next articleবিরোধীদের মুখবন্ধের ষড়যন্ত্র! অনাস্থা বিতর্ক শুরুর আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক