Monday, November 17, 2025

মন্ত্রিসভায় 3 languages ফর্মুলা নিয়ে সিদ্ধান্ত হয়েছে, কোনও ভাষা চাপানো হবে না: স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার স্কুলে পড়তেই হবে বাংলা ভাষা- সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এমনই খবর চালু হয়। বাংলাভাষা কি প্রথম ভাষা হিসেবে নিতে হবে? তাই তা নিয়েও নানা জল্পনা চলে বিভিন্ন মহলে। এরই মধ্যে বুধবার ঝাড়গ্রামে (Jhargram) বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দেন- কোনও ভাষা কারও উপর চাপানো হবে না। মন্ত্রিসভায় 3 languages ফর্মুলা ডিসিশন নেওয়া হয়েছে।

কী এই তিন ভাষার সিদ্ধান্ত?
ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রথম ভাষা মাতৃভাষা। সেটা যেখানে যে ভাষা প্রচলিত সেটাই নেওয়া যাবে। বাংলা মাধ্যমের পড়ুয়ারা বাংলা নিতে পারে। ইংরেজি মাধ্যমে পড়ুয়ারা নিতে পারে ইংরেজি। একইভাবে হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি- যেকোনও ভাষাই প্রথম ভাষা হিসেবে নেওয়া যেতে পারে। বাকি দুটি ভাষার মধ্যে দ্বিতীয় ভাষা হিসেবে প্রথম ভাষা ছাড়া যে কোনো ভাষা নেওয়া যেতে পারে। তৃতীয় ভাষার ক্ষেত্রেও একই নিয়ম- প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়া পড়ুয়ারা ইচ্ছামতো যে কোন ভাষাকেই তৃতীয় ভাষা করতে পারে।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন ধরেই একটি গুজব ছড়ানো হচ্ছে যে ভাষা চাপিয়ে দেওয়া হবে। এরকম কোন সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে হয়নি বলে স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সেখানে 3 languages ফর্মুলা ডিসিশন নেওয়া হয়েছে। যেখানে যে ভাষার প্রাধান্য, সেই ভাষাকে প্রথম ভাষা নিতে পারবেয। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কোনও কিছু চাপিয়ে দেওয়ার বিষয় তাঁরা কোনভাবেই ইচ্ছুক নন। একই সঙ্গে সাঁওতালি-সহ অন্যান্য ভাষার উন্নয়নে খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...