Friday, November 7, 2025

এবার পুজোর বোনাস! ষষ্ঠীতে কলকাতায় পা রাখছেন মেসির সতীর্থ ডি মারিয়া

Date:

Share post:

ফুটবলপ্রেমী বাঙালিদের ঐতিহ্যে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের সঙ্গে ব্রাজিল বনাম আর্জেন্টিনার উন্মাদনাও মিশে আছে। সম্প্রতি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যখন কলকাতা শহরে পা রেখেছিলেন দর্শকের ভিড় উপচে পড়েছিল। এবার কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসির সতীর্থ ও কাতার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া।

গতবছর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসির সঙ্গে তাল মিলিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া ৩৬ মিনিটে একটি দুর্দান্ত গোল করেন। এছাড়াও ২০২১ সালে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়।

সব ঠিকঠাক চললে ডি মারিয়া এই বছর ষষ্ঠীর রাতেই শহরে পৌঁছবেন‌। তিনি কলকাতায় দুর্গা উৎসবের মধ্যে ২ দিন উৎসবের মাঝে সময়ও কাটাবেন‌ বলে জানা গেছে। এই সমস্ত পরিকল্পনার নেপথ্যে আছেন বাঙালি স্পোর্টস প্রোমোটার শতুদ্র দত্ত।জানা গিয়েছে, এমিলিয়ানো মার্টিনেজের মতোই ডি মারিয়া সুজিত বসুর ক্লাব শ্রীভূমিতে যাবেন। এছাড়াও দুর্গাপূজার জন্য আরো কয়েকটি ক্লাবে যেতে পারেন তিনি। ফলে এই বছর কলকাতার দুর্গা উৎসবে সঙ্গে বাড়তি পাওনা হিসাবে থাকছে ফুটবলের উন্মাদনা।

শতুদ্র দত্তের উদ্যোগে বিশ্ব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসির কলকাতায় আসার কথা শোনা গিয়েছিল। এর মধ্যেই ডি মারিয়ার কলকাতা আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। এর আগে এই বাঙালি স্পোর্টস প্রোমোটার পেলে, মারাদোনার মতো কিংবদন্তি ফুটবলারদেরও কলকাতায় এনেছিলেন।

গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাঞ্জেল ডি’মারিয়া। মেসি যদি বিশ্বকাপের নায়ক হয়ে থাকেন, তবে তাঁর সহঅধিনায়ক হিসাবে যোগ্য ভূমিকা পালন করেন ডি মারিয়া। ফলে এই আর্জেন্টাইন ফুটবলারের সমর্থকও কম নয়। ফলে কলকাতায় তিনি এলে এখানকার সমর্থকদের ভালোবাসা যে উপচে পড়বে তা বলাবাহুল্য।তবে আপাতত জানা গিয়েছে ডি মারিয়া বাংলাদেশ হয়ে ষষ্ঠীর রাতে শহরে পা রাখবেন।

 

 

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...