Sunday, January 11, 2026

হকিতে পাকিস্তানকে চার গোলে দুরমুশ করে শেষ চারে ভারত

Date:

Share post:

ঘরের মাঠে রীতিমতো দাপট দেখিয়ে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গ্রুপ শীর্ষে থেকেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সেমিফাইনালে গেল ভারত।

প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে ভারতকে চাপে ফেলে দেয় পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। কিন্তু ভারত রিভিউ চায়। টিভি আম্পায়ার গোল বাতিল করেন। উল্টে ভারতের বিরুদ্ধে একটি পেনাল্টি কর্নার দেন। সেই শটও অসাধারণ দক্ষতায় বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।
প্রথম থেকেই মাঝ মাঠে ভারতের খেলোয়াড়দের নড়বড়ে লাগছিল । বেশ বোঝা যাচ্ছিল, মাঝমাঠে দখল নিতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে। ফলে কাঙ্খিত গোল কিছুতেই আসছিল না। শেষ পর্যন্ত পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংয়ের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। লং শটের বদলে ছোট ছোট পাসে পাকিস্তানের ডিফেন্স তছনছ করে দেয় ভারত। ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় ভারত।বহু চেষ্টা করেও ভারতের গতির সঙ্গে এঁটে উঠতে পারছিলো না পাকিস্তান। দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করছিলেন মনপ্রীত সিং, কার্থি সেলভমেরা। অতিরিক্ত চাপে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। এ বার গোল করেন যুগরাজ সিং। ৩-০ এগিয়ে যায় ভারত।

খেলার ভাগ্য ততক্ষণে নির্ধারণ হয়ে গিয়েছে। চতুর্থ কোয়ার্টারে বেশ কয়েক জন পরিবর্ত খেলোয়াড় নামান ভারতীয় কোচ ক্রেগ ফুল্টন। তার পরেও আক্রমণ কমেনি। কার্থির একটি গোল বাতিল করেন রেফারি। অন্য দিকে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত হয়ে পড়ছিল পাকিস্তান। তার মাঝেই আরও একটি গোল করে যায় ভারত। বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান মনদীপ। সেই বলে স্টিক ছুঁইয়ে গোল করেন আকাশদীপ সিং। ৪-০ এগিয়ে যায় ভারত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। বেশ বোঝা যাচ্ছিল ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে চাপে পড়ে গিয়েছে তারা। পাকিস্তানকে ৪ শূন্য গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীতই আজকের ম্যাচের নায়ক।

 

 

 

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...