কাতার বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছিল। ফের একবার মরক্কোর স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স।এবার মহিলারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল মরক্কোর মেয়েদের।
এদিন অ্যাডিলেডের হিন্ডমার্শ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফরাসি খেলোয়াড়রা।ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে যান মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড়রা। ১৫ মিনিটের মাথায় সাকিনা কারসাউইয়ের কাছ থেকে পাওয়া বল কাদিদিয়াতু দিয়ানি হেড করে মরক্কোর জালে পাঠাতে ভুল করেন নি।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে মরক্কোর মেয়েরা। রক্ষণ সামলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে।কিন্তু ফরাসি রক্ষণ দুর্গে গিয়ে খেই হারিয়ে ফেলে। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় ভিকি বেচোর ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্য ভেদ করে ব্যবধান ৪–০ করেন ইউজিনি।