Friday, August 22, 2025

কাতার বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছিল। ফের একবার মরক্কোর স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স।এবার মহিলারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল মরক্কোর মেয়েদের।

এদিন অ্যাডিলেডের হিন্ডমার্শ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফরাসি খেলোয়াড়রা।ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে যান মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড়রা। ১৫ মিনিটের মাথায় সাকিনা কারসাউইয়ের কাছ থেকে পাওয়া বল কাদিদিয়াতু দিয়ানি হেড করে মরক্কোর জালে পাঠাতে ভুল করেন নি। ২০ মিনিটের মাথায় ফের মরক্কোর জালে বল গলায় ফ্রান্স। দিয়ানির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে সুইং করে দলকে ২–০ গোলে এগিয়ে দেন কেনজা দালি। তিন মিনিট বাদে ফের মরক্কোর জাল কাঁপান ইউজিনি লে সোমের। ২৩ মিনিটের মধ্যে তিন গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। দ্রুত তিন গোল হজম করার পর রক্ষণকে আরও আঁটোসাঁটো করে মরক্কোর খেলোয়াড়রা।কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে মরক্কোর মেয়েরা। রক্ষণ সামলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে।কিন্তু ফরাসি রক্ষণ দুর্গে গিয়ে খেই হারিয়ে ফেলে। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় ভিকি বেচোর ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্য ভেদ করে ব্যবধান ৪–০ করেন ইউজিনি। বাকি সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল মরক্কো। শেষ চারে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইউজিনি লে সোমেররা।

 

 

 

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version