Tuesday, May 6, 2025

ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার করতে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করল রাজ্য সরকার। নবান্নে (Nabanna) সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে ওই কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনজনের এই কমিটিতে রয়েছেন- রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনির সঙ্গে সমন্বয়ে রেখে কাজ করবে তিন মন্ত্রীর কমিটি।

রাজ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। ওই কমিটি সেই সমস্ত সম্পত্তিগুলির বর্তমান অবস্থা কিরকম এবং কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখবে। তিনজন ক্যাবিনেট মন্ত্রীকে ওয়াকফ বোর্ডের বিশেষ দায়িত্ব দেওয়ায়, ওয়াকফ বোর্ডের কাজে আরও অগ্রগতি আসবে বলে মনে করা হচ্ছে। আগামী ৯ অগাস্ট কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কমিটির প্রথম বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে এবং ওইদিন থেকেই কাজ শুরু হবে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গণির সঙ্গে পরামর্শ করে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাস্টিস আব্দুল গনি বলেন, খুব ভালো উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কমিটির মাধ্যমে যদি ওয়াকফ সম্পত্তি বাঁচানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তবে তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি উদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রত্যেক জেলার এসপি এবং জেলাশাসকরা। এ বিষয়ে সরকার যদি কোনও আইন পাশ করে তবে রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলিকে রক্ষা করা সম্ভব হবে। এ বিষয়ে সরকার যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলির সার্বিক নিরাপত্তা মিলবে।

আরও পড়ুন- টার্গেট বিজেপি, বাংলায় ল.ড়াই কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধেও: I.N.D.I.A. জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা

 

Related articles

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...
Exit mobile version