সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়ে ফিরেছে ভারত। ৪৪ বলে ৮৩ রানের মারকাটারি ইনিংস এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। তার ব্যাটিংয়ের ওপর ভর করে সিরিজ জেতার আশা আপাতত জিইয়ে রেখেছে ভারত। সূর্য এদিন একাধিক রেকর্ডও গড়েন। যদিও এমন দিনে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে নিজের একদিনের ম্যাচ খেলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। সূর্যকুমার বলেন, সত্যি কথা বলতে আমার কোনও দ্বিধা নেই। আমার একদিনের ম্যাচ খেলার সংখ্যা খুব কম। সেটা মেনে নিতে আমার কোনও লজ্জা নেই। আমরা তো সততার কথা বলি। তাই সত্যিটাই বললাম। আর নিজেকে লক্ষ্য স্থির রেখে আরও উন্নতি করতে হবে। আমি এই ব্যাপারে দলের অধিনায়ক রোহিত এবং আমাদের কোচ রাহুল স্যারের প্রতি কৃতজ্ঞ। তারা বলেছেন, আমার আরও এই ফরম্যাটে খেলতে হবে।
প্রসঙ্গত, এদিন ৮৩ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০২২ ক্যালেন্ডার ইয়ারে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক হাজার রানের গণ্ডি পার করেছেন তিনি। এমনকি টপকে গিয়েছেন শিখর ধাওয়ানকেও।
