Tuesday, November 11, 2025

মুম্বইয়ে নামী সংস্থার CEO অপহরণ, অভিযুক্ত শিণ্ডের শিবসেনার বিধায়ক পুত্র

Date:

মাথায় বন্দুক ঠেকিয়ে নামী সংস্থার সিইও-কে(CEO) অপহরণ বাণিজ্য নগরী মুম্বইয়ে(Mumbai)। আর এই ঘটনায় যুক্ত একনাথ শিণ্ডের(Eknath Shinde) শিবসেনা(Shivsena) শিবিরের এক বিধায়ক(MLA) পুত্র। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনীতিতে। অভিযোগ, এই অপহরণ কাণ্ডের মুল মাথা বিধায়ক প্রকাশ সার্ভের(Prakash Sharve) পুত্র রাজ সার্ভে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। এরপরই তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটে গোরেগাঁওয়ে অবস্থিত এক নামী মিউজিক কোম্পানির অফিসে। ১০ থেকে ১৫ জন যুবক চড়াও হন সংস্থার অফিসে। মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় মিউজিক কোম্পানির সিইও রাজকুমার সিং-কে। খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। উদ্ধার করা হয় সিইও-কে। রাজকুমার অভিযোগ করেছেন, দহিসারে বিধায়ক প্রকাশের অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বেশ কিছু কাগজে সই করানো হয়। গোটা ঘটনা ঘটেছে বিধায়কপুত্র রাজ সার্ভের নেতৃত্বে।

গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ এফআইআর দায়ের করেছে অভিযুক্ত রাজ সার্ভে, আদি শক্তি প্রাইভেট লিমিটেড মিউজিক কোম্পানির মালিক মনোজ মিশ্র-সহ ১০ জনের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আদি শক্তির ইউটিউব চ্যনেলকে ৮ কোটি টাকা ঋণ নিয়েছিল। বিনিময়ে কনটেন্ট তৈরি করার কথা ছিল তাদের। তবে চুক্তি অনুযায়ী কনটেন্ট সাপ্লাই করা হয়নি। বরং এই চুক্তি বানচাল করতে উঠেপড়ে লাগে আদি শক্তি প্রাইভেট লিমিটেড মিউজিক কোম্পানি। সেখান থেকেই সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version