Wednesday, December 17, 2025

চন্দ্রযানের ক্যামেরায় নীল সাদা পৃথিবী! মহাকাশ থেকে এল ঝড়ের মহাসাগরের ছবি

Date:

Share post:

দু সপ্তাহেরও কম সময় হাতে আছে, তাই কিছুটা হলেও টেনশন বাড়ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) বিজ্ঞানীদের মনে। সন্তান অনেক দূরে গেলে তাঁর নিরাপত্তা নিয়ে যতটা চিন্তিত থাকেন মা-বাবা , ঠিক তেমনই অবস্থা চন্দ্রযান ৩-কে (Chandrayaan 3) কেন্দ্র করে ইসরোর (Indian Space Research Organisation) অন্দরে। যদিও মহাকাশযান তার কাজ করে চলেছে নির্বিঘ্নে। চাঁদের মাটিতে পা রাখার আগে ফের ক্যামেরা উঁচিয়ে চাঁদের কক্ষপথ থেকে আরও একবার উজ্জ্বল ও ধূসর উপগ্রহের ছবি তুলল এই যান। ধূসর চাঁদের ছবি পাঠানোর পাশাপাশি নীল সাদা পৃথিবীকেও এক ঝলক ক্যামেরা বন্দি করা হল। বেঙ্গালুরুর ISRO হেড অফিসে সেই ছবি পৌছতেই সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করলেন বিজ্ঞানীরা।

চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডারের তোলা ছবির মধ্যে দুটি ছবি বৃহস্পতিবার ISRO- র তরফে প্রকাশ্যে আনা হয়েছে। চাঁদের কক্ষপথে প্রবেশ করা মাত্রই মহাকাশযান প্রথম ছবি পাঠিয়েছিল। তবে এবারের ছবিতে চাঁদের বুকে বিরাজমান অডিংটন, পিথাগোরাস এবং অ্যারিস্টারকাস গহ্বর স্পষ্ট ফুটে উঠেছে। তার সঙ্গে দেখা মিলেছে ঝড়ের মহাসাগরেরও। ওশিয়ানাস প্রোসেলারামের (Oceanus Procellarum) ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩। চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত এই ঘন কালো অংশ প্রায় ৪০ লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত । বিজ্ঞানীদের অনুমান এটি চন্দ্রপৃষ্ঠে হদিশ পাওয়া বৃহত্তম সমুদ্রের স্মৃতিচিহ্ন। ISRO জানিয়েছে, চন্দ্রযান থেকে পৃথিবীর নীল-সাদা ছবিটি তুলেছে ল্যান্ডার ইমেজার ক্যামেরা (Lander Imager Camera)। চন্দ্রপৃষ্ঠের ছবিটি তুলেছে ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা (Lander Horizontal Velocity Camera)।

উৎক্ষেপণ থেকে এখনও পর্যন্ত চন্দ্রযান নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে এবার টেনশন বাড়ছে। ISRO বলছে, চাঁদের মাটি ছোঁয়ার আগে, ধীরে ধীরে চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনবে চন্দ্রযান-৩, যাতে ল্যান্ডার বিক্রম নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে। এর পর ল্যান্ডার প্রপালসন মডিউলটিকে (Lander Propulsion Module) আলাদা করা হবে চন্দ্রযান-৩ থেকে। পাশাপাশি কমিয়ে আনা হবে গতি। আপাতত পালকের মতো সফট ল্যান্ডিং করানোই লক্ষ্য চন্দ্রযান-৩ মহাকাশযানের। সেন্সর বিকল হলেও, অন্যান্য যন্ত্রপাতি বিকল হলেও, ল্যান্ডার বিক্রমকে(Vikram ) নিরাপদে চাঁদের মাটিতে নামানো সম্ভব বলে জানিয়েছে ISRO। এখনও পর্যন্ত হিসেব বলছে ২৩ অগাস্ট বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের আশেপাশে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। তৈরি হবে ইতিহাস।

 

 

 

 

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...