Thursday, November 6, 2025

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) সলতে পাকানো শুরু। প্রস্তুতি খতিয়ে দেখতে ১৮ অগাস্ট রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের (Nation Election Commission) প্রতিনিধি দলের সদস্যরা। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আগামী লোকসভা ভোটে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস। ভোটার তালিকা থেকে ভোটার পরিচয় পত্র, EVM- সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হবে। বৈঠকের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে ২০২৪ এর লোকসভা ভোটে ইভিএমের বদলে ব্যালট (Ballot) ফিরিয়ে আনার দাবিতে বিরোধীদের আন্দোলনের প্রস্তুতির মধ্যেই বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও ১ অগাস্ট থেকে ইভিএম-এর ফাস্ট লেভেল চেকিং-এর কাজ শুরু হয়েছে। যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই কালিংম্পয়ে ইভিএম ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৩০ হাজার ইভিএম রয়েছে। এগুলির কার্যকারিতা খতিয়ে দেখতেই এই প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আগামী লোকসভা ভোটের জন্য ৩০ হাজার নতুন ইভিএম হায়দরাবাদ থেকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে বলে কমিশন সূত্রে খবর। নতুন ইভিএমের অ্যাকসেপ্টেন্স টেস্ট করা হবে। তারপরেই এই ইভিএম গুলির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রে INDIA জোটের তৃতীয় বৈঠকে ইভিএম নয়, ব্যালটে ভোটের দাবিতেই আলোচনা হতে পারে। ইভিএমের যান্ত্রিক ত্রুটি নিয়ে এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে সরব হয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে ইভিএম হ্যাকের বিষয়টিকে সামনে রেখে ব্যালট পেপারে ভোটের দাবিতে এবার সুর চড়াবে INDIA শিবির।

 

 

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version