Thursday, November 13, 2025

ডার্বির উত্তাপ, টিকিটের জন‍্য লম্বা লাইন সমর্থকদের, ভিআইপি এবং ভিভিআইপি টিকিট নিল না ইস্টবেঙ্গল

Date:

শনিবার মরশুমের প্রথম ডার্বি। তার জন‍্য আজ থেকে সমর্থকদের জন‍্য শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। তবে ডুরান্ড কমিটির বিরুদ্ধে নিজেদের আন্দোলন বজায় রাখল ইস্টবেঙ্গল। ডার্বির ভিআইপি এবং ভিভিআইপি বক্স টিকিট নিলেন না লাল-হলুদ কর্তারা। আগামী শনিবার ডুরান্ড ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। কিন্তু তার আগে টিকিট নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলে।

শনিবার মরশুমের প্রথম ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে চড়তে শুরু করেছে পারদ। সমর্থকদের মধ্যেও টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই সমস‍্যা মেটাতে ডার্বির টিকিট সঠিকভাবে বন্টন নিয়ে মঙ্গলবার বিকেলে অরূপ বিশ্বাসের দফতরে সেনাবাহিনী এবং দুই প্রধানের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কিন্তু ডুরান্ড কমিটির টিকিট বণ্টনের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কর্তারা। বৈঠকের মধ্যেই প্রচন্ড চটে যান লাল হলুদের কর্তারা। শেষ পর্যন্ত মিটিংয়ের মাঝপথেই ওয়াকআউট করেন তাঁরা। তবে শেষ পযর্ন্ত থাকে মোহনবাগান। টিকিট বন্টন নিয়ে সেনার নয়া নির্দেশিকা মোটেই পছন্দ হয়নি দুই প্রধানের। এমনকী কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যাও বাড়ানোর অনুরোধ করেন লাল-হলুদ কর্তারা। যদিও বুধবার ডুরান্ড কমিটি সেই অনুরোধ পরে মেনে নেয়। দুই ক্লাবকেই ৫ হাজার কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ডার্বি ম্যাচের ভিআইপি এবং ভিভিআইপি বক্সের টিকিট বন্টন নিয়ে অবশ্য ডুরান্ড কমিটির বিরুদ্ধে খুশি নন  ইস্টবেঙ্গল কর্তারা। সেই বিষয়ে ক্ষোভ রয়েছে তাদের। লাল-হলুদ কর্তাদের দাবি ইনভেস্টর, স্পনসর, প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের সঙ্গে যুক্ত সমাজের বিশিষ্ট জনদের সকলকে দেওয়ার মতো যথেষ্ট টিকিট দেওয়া হচ্ছে না। তাই ভিআইপি এবং ভিভিআইপি বক্সের টিকিট ক্লাব নিচ্ছে না। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “ডুরান্ড কাপের টিকিট বিলি নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ডাকা বৈঠকে গিয়েছিলাম। গতবার সমর্থকদের জন্য আমাদের দুই প্রধানকে ৯ হাজার করে টিকিট দেওয়া হয়েছিল। এবার বলা হয়েছে, টাকা দিয়ে বা অন্য কোনও গ্যারান্টি দিয়ে টিকিট নিতে হবে। আমরা কেন অন্যদের গ্যারান্টি দিয়ে টিকিট নেব সেটাই বুঝতে পারছি না।”

এদিকে টিকিট নিতে সমর্থকদের ভীড়। সকাল থেকেই দুই প্রধানের সামনে ভীড়। মরশুমের প্রথম ডার্বির জন‍্য ফুটছে আপামর কলকাতা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...
Exit mobile version