ভাঙড় ছেড়ে এবার ফুরফুরায় গিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqi) বিরুদ্ধে। ফুরফুরা পঞ্চায়েতে ২৯টি আসনের মধ্যে তৃণমূল (TMC) পেয়েছে ২৪টি, আর আইএসএফ ও CPIM জোট পেয়েছে ৫টি আসন। কিন্তু বোর্ড গঠনের আগে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসার জড়ান নওশাদ।পুলিশকে মারার অভিযোগ ওঠে ISF কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানে জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ জানান, বুধবার রাতে পঞ্চায়েতে তালা দিয়েছে দুষ্কৃতীরা। সারারাত এলাকায় বোমাবাজি করা হয়।
এর কিছুক্ষণ পরেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয় l পঞ্চায়েত প্রধান হন তৃণমূলের রাজিয়া সুলতানা এবং উপপ্রধান হন মৃগাঙ্গ মোহন মাল l ঘটনায় এক তৃণমূল কর্মীর পাশাপাশি আহত হয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার l