Thursday, December 25, 2025

রেড রোডের কুচকাওয়াজের ট্যাবলোয় আদিবাসী উন্নয়নের খতিয়ান! মহানগর জুড়ে কড়া নিরাপত্তা

Date:

Share post:

রেড রোডে (Red Road) স্বাধীনতা দিবসের (Independence Day) কুচকাওয়াজে প্রতিবারই রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। এবার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সাফল্য়ের পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণি ও আদিবাসীদের উন্নয়নে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের কথা এবার ট্যাবলোর (Tableau) মাধ্যমে তুলে ধরা হবে- সিদ্ধান্ত নবান্নের (Nabanna)।

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ আরও বর্ণময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুচকাওয়াজের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে একাধিক প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। সব দফতরকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক কাজকে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এর আগে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলাতে রাজ্যের পক্ষ থেকে বাংলার দুর্গাপুজোর থিম প্রদর্শিত করা হয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলার উন্নয়নমূলক কাজকে তুলে ধরা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

একনজরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান,

• ১৫ অগাস্ট সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী
• এরপর স্কুলের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান
• তার পরে কুচকাওয়াজ
• কুচকাওয়াজে সামিল হবেন কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী উইনার্সের সদস্যরাও

এবার স্বাধীনতা দিবসে রাজ্যের ৬জন আইপিএস অফিসারকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী। এই পুরস্কারকে ২টি ভাগে ভাগ করা হয়েছে। *চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি ত্রিপুরারি অথর্ব।
চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস পাবেন ৫জন। তাঁদের মধ্যে আছেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোড-সহ গোটা কলকাতার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখন থেকেই। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
• ১১ ও ১৩ অগাস্ট ভোর ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রেডরোড এবং সংলগ্ন কয়েকটি রাস্তা।
• ১৪ তারিখ রাত ১০টা থেকে ১৫ তারিখ দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেডরোড। এছাড়ও ১৫ তারিখ সকাল ৮টা থেকে গুরুনানক সরণী বা মেয়ো রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। শুধু মাত্রছাড় দেওয়া হবে প্যারাডের জন্য আশা গাড়িগুলিকে। পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী যানবাহনের চলাচলও বন্ধ রাখা হবে।

আরও বেশকিছু রাস্তা যেমন, হেস্টিং ক্রসিং থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড, আর আর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প ও পশ্চিম গভর্নমেন্ট প্লেসে (শুধুমাত্র দক্ষিণমুখী গাড়ি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা প্যারাড শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে গাড়ি চলাচল।

 

 

spot_img

Related articles

নিজের ঘরেই খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি! কাঠগড়ায় প্রেমিক

বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য...

ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা-অভিষেক, বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের

বিজেপি পোস্টারে লিখছে, "বাংলায় বাঁচতে বিজেপি BJP) চাই"! প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন! এর অর্থ কী?...

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...