Saturday, August 23, 2025

শ্রাবণের শেষে এসেও দক্ষিণবঙ্গে ঘাটতি রয়েছে বৃষ্টির।তবে একদিনের বিরতি দিয়ে আবারও ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের মেঘ ঘনিয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন মুষলধারে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা ।

আরও পড়ুন:বর্ষা আসতেই চুল ঝরছে? চিন্তা নেই,ঘরোয়া টোটকা ব্যবহার করলেই মিলবে সুরাহা

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনি ও রবিবার তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।

বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, গোরখপুর, সোপাউল ও বালুরঘাট এর উপর দিয়ে মণিপুর পর্যন্ত চলে গেছে। উত্তর-পশ্চিম ভারতে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঘাঁটি গেড়ে রয়েছে। সব মিলিয়ে উত্তর ভারতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, অসম ,মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version