টাকা গোনার ভিডিও ভাইরাল, মালদহের তৃণমূল নেতার দাবি ওটা ব্যবসার টাকা!

বিছানায় থরে থরে রাখা টাকা। বসে গুণছেন এক ব্যক্তি। তিনি তৃণমূল নেতার হাজি মীরাজুল বসনি (Haji Mirajul Bosni)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল (Video Viral) হতেই তুমুল শোরগোল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। অভিযোগ, প্রধান পদ বিক্রি করে ওই টাকা পেয়েছেন মীরাজুল। যদিও, তাঁর দাবি এটা তাঁর ব্যবসার টাকা। বকেয়া পাওয়া গুণছিলেন তিনি।

পঞ্চায়েতের বোর্ড গঠন চলছে জেলায় জেলায়। এই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাকা গোনার ভিডিও। বিছানার উপর রাখা পাঁচশো টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল। বিছানায় বসে গুণছেন ২ জন। অভিযোগ, ভিডিওতে যাকে টাকা নিতে দেখা যাচ্ছে তিনি গয়েশবাড়ির অঞ্চল সভাপতি হাজি মীরাজুল বসনি। অভিযোগ, তিনি টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রি করেছেন! এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিষয়ে কোনও অভিযোগ তাঁদের কাছে আসেনি। তবে, মীরাজুলের দাবি এটা তাঁর ব্যবসার টাকা। সেটাই গুণছিলেন। এর সঙ্গে দুর্নীতির কোনও যোগাযোগ নেই।

 

 

 

 

Previous articleদিনভর বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা, কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে
Next articleবাড়ছে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ, মায়ের সঙ্গে বাবাও পাবেন চাইল্ড কেয়ার লিভ!