Tuesday, August 26, 2025

ফের ভাঙড়ে (Bhangar) বোমা বিস্ফোরণ (Bomb Blasts)। শুক্রবারের বিস্ফোরণে উড়ে গেল একটি গোয়ালঘর। ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের কচুয়া গ্রামের ঘটনা। এদিন বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণের শব্দ শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের কচুয়া গ্রামের একটি বাঁশবাগানের ভিতরে বোমা বিস্ফোরণ ঘটে। তার জেরেই গোয়ালঘরের একাংশ ভেঙে গিয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তদের নাম নজিবর সর্দার এবং হাসান সর্দার। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। তবে তারা কী উদ্দেশে ওই বোমাগুলি বাগানে মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আইএসএফ-র (ISF) দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের হার নিশ্চিত জেনেই ভাঙড়কে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত আইএসএফ (ISF)।

এদিকে এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কীভাবে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটল সে বিষয়ে স্থানীয়দের জিঞ্জাসাবাদ করেন পুলিশ কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, যাঁর বাড়ির গোয়ালঘরে বিস্ফোরণ হয়েছে, সেই নজিবর আইএসএফের সমর্থক। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা বলেন, এদিন শুক্রবারের নমাজ পড়ছিল সবাই। আচমকাই প্রচণ্ড বিকট শব্দ কানে আসতেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি পরিত্যক্ত গোয়ালঘরে এই বিস্ফোরণ হয়েছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, শুধুমাত্র ভাঙড় নয়। রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছেন নওশাদ সিদ্দিকি। অবিলম্বে ভাঙড়ের বিধায়কের গ্রেফতারির দাবি করেন তিনি।

 

 

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version