Wednesday, August 20, 2025

দাবানলে ছারখার হাওয়াইয়ে মৃ.ত ৫৩! বি.পর্যয়ের ঘোষণা বাইডেন প্রশাসনের

Date:

দাবানলে পুড়ছে হাওয়াই। ইতিমধ্যে এর জেরে মার্কিন দ্বীপের মাউয়িতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাউয়িতে বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।তাঁদের দাবি, ইতিমধ্যেই দ্বীপের আশিভাগই পুড়ে গিয়েছে।আগে এত বড় বিপর্যয় কখনও দেখা যায়নি।

আরও পড়ুনঃ দাবানলের রোষে ক্যালিফোর্নিয়ার জঙ্গল, ভস্মীভূত ১৭ হাজার একর জমি
গত মঙ্গলবার থেকে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপের কাছেই হ্যারিকেন ঝড় আছড়ে পড়ে। তারপরেই হাওয়ার ধাক্কায় লাহাইনা এলাকায় ঝড়ের দাপট শুরু হয়। সেখান থেকেই অগ্নিকাণ্ডের শুরু। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। আগুন ছড়িয়ে পড়ে গোটা মাউয়ি দ্বীপে। প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন অনেকেই। আপাতত ৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


উদ্ধারকারীরা জানিয়েছেন, দাবানলের জেরে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। তার জেরে কিছুই দেখা যাচ্ছে না। স্বভাবতই আগুন নেভাতে বড়সড় বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

এই দাবানলকে প্রাকৃতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ত্রাণের জন্য ইতিমধ্যেই রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version