Sunday, August 24, 2025

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সেমিফাইনালে জাপানকে হারাল ৫-০ গোলে

Date:

Share post:

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। এদিন সেমিফাইনালে তারা ৫-০ গোলে হারাল জাপানকে। টিম ইন্ডিয়ার হয়ে গোল গুলি করেন, আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং, মনদীপ সিং, সুমিত এবং শেলভাম কার্থি। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। এই জয়ের পাশাপাশি এদিন নজির গড়েন পি আর শ্রীজেশ। আন্তর্জাতিক হকিতে ৩০০তম ম্যাচ খেললেন তিনি। খেলা শুরুর আগে পি আর শ্রীজেশকে সংবর্ধনা জানায় হকি ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় ভারতীয় হকি দল। প্রথম কোয়ার্টার গোলশূন‍্য ভাবে শেষ হলেও, দ্বিতীয় কোয়ার্টার থেকে গোলের মুখ খুলতে থাকে টিম ইন্ডিয়া। ১৯ মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটি করেন আকাশদীপ সিং। হার্দিক ও সুমিত মিলিতভাবে আক্রমণ করেন। হার্দিক গোলের দিকে শট নেন। বল রিবাউন্ড হয়ে এল আকাশদীপের কাছে। গোল করেন তিনি। ম‍্যাচের ২৩ মিনিটে ২-০ গোলে ভারতকে এগিয়ে দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। হাফ টাইমের এক মিনিট আগে তৃতীয় গোল পায় ভারত। ৩০ মিনিটে ভারতকে ৩-০ এগিয়ে দেন মনদীপ সিং। মাঝ মাঠ থেকে বল নিয়ে জাপানের ‘ডি’-এ ঢুকে পড়েন মনপ্রীত। জাপানের একাধিক খেলোয়াড় তাঁকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গোলের সামনে দাঁড়িয়ে থাকা মনদীপকে লক্ষ্য করে শট নেন মনপ্রীত। আর সেই সুযোগ একবারেই নষ্ট করেননি তিনি।

এরপর ভারতের চতুর্থ গোলটি আসে ম‍্যাচের ৩৯ মিনিটে। ভারতের হয়ে ৪-০ করেন সুমিত। ডানদিক থেকে ফের আক্রমণ মনপ্রীতের। জাপানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ান সুমিতের উদ্দেশে। যিনি ওভারল্যাপ করছিলেন। সেই পাস ধরে গোল করেন সুমিত। এরপর ৫১ মিনিটে পঞ্চম গোল করে জাপানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন শেলভাম কার্থি।

আরও পড়ুন:মাঠে বসে ডার্বি দেখতে পারেন অরিজিৎ, বড় ম‍্যাচে নিষিদ্ধ টিফো, ব্যানার

 

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...