Sunday, January 11, 2026

”হস্টেলে থাকলে পাঁচিলের উপর হাঁটতে হবে!” যাদবপুরকাণ্ডে ডিনের মুখে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

ঘটনার আগে পরে হস্টেল থেকে কোনও ফোন তাঁকে করা হয়নি, দাবি করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট। শুধু তাই নয়, হস্টেল সুপারকেও ফোনে কিছুই জানানো হয়নি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে অথবা ছাত্রটির মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছে।

তবে ঘটনার দিন রাত ১০টা নাগাদ ডিন অফ স্টুডেন্ট একটি ফোন পান হস্টেলের এক সিনিয়র ছাত্রের কাছ থেকে। ওই ছাত্র তাঁকে ফোনে জানান, হস্টেলের মধ্যে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। হস্টেলের কিছু সিনিয়ার পড়ুয়া নতুন ছাত্রদের হোস্টেলে থাকতে নিষেধ করছে। পড়ুয়াদের এই বলে ভয় দেখানো হচ্ছে যে হস্টেলে থাকলে তাদেরকে পাঁচিলের উপর দিয়ে হাঁটতে হবে। তাই তারা যেন হস্টেলে না থাকে। ডিনের দাবি, এই কথা শোনার পর তিনি হস্টেল সুপারকে ফোন করেন এবং কোনও সমস্যা আছে কিনা খতিয়ে দেখতে বলেন। কিন্তু হস্টেল সুপার তেমন কোনও সমস্যা দেখতে পাননি এবং ডিনকেও আর কিছু জানাননি।

হোস্টেক সুপারের আরও দাবি, ওই রাতে ডিনের ফোন পাওয়া মাত্রই হস্টেলের গ্রাউন্ড ফ্লোরে আসেন। কিন্তু তাঁর চোখে সেভাবে কিছু ধরা পড়েনি। প্রশ্ন উঠছে, যদি ছাত্রটির আচরণে বিকেল থেকেই বা রাত্রি থেকেই কোনও অস্বাভাবিকত্ব লক্ষ্য করে থাকে পড়ুয়ারা তাহলে তারা কেন সুপার বা ডিনকে জানাল না?

গতকালই পুলিশের কাছে ছাত্রদের তরফে যে বয়ান জমা পড়েছে, সেখানে বলা হয়েছে যে ছেলেটির সমস্যা ছিল। সে বিকেল থেকেই অস্বাভাবিক আচরণ করছিল এবং অসংলগ্ন কথা বলছিল। একসময় সে নিজে উলঙ্গ হয়ে বারান্দায় ছোটাছুটি শুরু করে। কিন্তু প্রশ্ন উঠছে, ছাত্রদের চোখের সামনে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে ছাত্ররা কেন সেটা কাউকে জানাল না। বিকেল থেকে যদি তার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু দেখা যায়, সে মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে, তাহলে কেন কাউকে কিছু জানাল না পড়ুয়ারা? এমনকি যে ছাত্রটি ১০টার সময় ফোন করে ডিনকে সেও কেন ছেলেটির অস্বাভাবিক আচরণ সম্পর্কে ডিনকে কিছু জানাল না? সব মিলিয়ে প্রথম বর্ষের বাংলা স্নাতকের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে হস্টেলের অজ্ঞাতপরিচয় আবাসিকদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০২ (খুন) এবং ৩৪ (সম্মিলিত অভিসন্ধি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...