Sunday, January 11, 2026

মণিপুর জ্বলছে, সংসদে নির্লজ্জের মত ‘মস্করা’ করছেন মোদি: রাহুল

Date:

Share post:

সংসদে ২ ঘণ্টার ভাষণে মাত্র ২ মিনিট ব্যয় করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ সেই ২ মিনিটেও সংসদে দাঁড়িয়ে ‘হাসি’, ‘মস্করা’ করে গিয়েছেন তিনি। এই ইস্যুতেই শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে সরব হলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। জানালেন, ৩ মাস ধরে জ্বলছে মণিপুর, সাধারন মানুষকে হত্যা করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ, শিশুদের খুন করা হচ্ছে। অথচ আপনারা দেখে থাকবেন সংসদে একথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাসছেন, মস্করা করছেন। এটা প্রধানমন্ত্রীকে(Prime Minister) শোভা পায় না। যেখানে দেশে এই ধরণের ঘটনা ঘটছে সেখানে ২ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর এসব করা উচিত হয়নি। বিষয় কংগ্রেস ছিল না, ছিল মণিপুর(Manipur)।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন রাহুল গান্ধী বলেন, “মোদিজি মণিপুরে ভারতকে হত্যা করেছেন।” তাঁর কথায়, “আমি ১৯ বছর ধরে রাজনীতি করছি। বন্যা, সুনামি, হিংসার মতো ঘটনা ঘটলে প্রায় সব রাজ্যেই আমি গিয়েছি। আমি আমার ১৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় মণিপুরে যা দেখেছি, আগে কখনো দেখিনি। আমি সংসদে বলেছিলাম অমিত শাহ জি এবং নরেন্দ্র মোদি জি ভারতকে মণিপুরে হত্যা করেছেন।” ব্যখ্যা দিয়ে তিনি জানান, “মণিপুর পৌঁছে যখন মেইতেই এলাকায় গিয়েছিলাম, তখন আমাদের পরিষ্কারভাবে বলা হয়েছিল, আপনার নিরাপত্তারক্ষীদের মধ্যে যদি কোনও কুকি থাকে তবে তাকে আনবেন না, আমরা মেরে ফেলব। এবং যখন কুকি এলাকায় যাই, আমাদের বলা হয় মেইতিকে না আনতে, আমরা তাকে গুলি করব। আমরা যেখানেই গেছি, আমার নিরাপত্তা বিভাগ থেকে মেইতি ও কুকিদের সরিয়ে দিয়েছি। অর্থাৎ ওখানে রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে।”

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে রাহুল বলেন, “এমন পরিস্থিতি চলতে থাকা একটা রাজ্যের বিষয়ে বলতে গিয়ে মোদি হাসছেন! প্রধানমন্ত্রীর উচিত ছিল মণিপুর যাওয়া। সেখানে দুই সম্প্রদায়ের সাথে কথা বলতে পারতেন উনি এবং জানাতে পারতেন আমি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের কাছে এসেছি, আসুন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। কিন্তু আমি কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না।” একইসঙ্গে জানান, “আসলে উনি মণিপুরে যাবেন না।” এরপরই বলেন, “সেনাকে অনুমতি দিলে মাত্র ২ দিনের মধ্যে মণিপুর শান্ত হয়ে যাবে। কিন্তু মণিপুরে জ্বলতে থাকা আগুন নেভাতে চান না প্রধানমন্ত্রী। উনি চান মণিপুর জ্বলতে থাকুক।”

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...