বৃষ্টিভেজা মহানগরে ভয়াবহ অ.গ্নিকাণ্ড! আ.গুন লাগল কাগজের গোডাউনে

গোডাউনের ভিতরে সার সার কাগজের কার্টুন থাকার ফলে আ.গুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে।

মধ্যরাতে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire Incident)। গুরুদাস দত্ত লেনের একটি কাগজের গোডাউনে আগুন (Fire in Storehouse) লাগার ঘটনায় রাত একটা নাগাদ দমকলের ১০টি ইঞ্জিনকে ছুটতে হয়। ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের আতঙ্ক এখনও কাটছে না।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই মহানগরীসহ শহরতলীর বিভিন্ন জেলায় মুষলধারায় বৃষ্টি নামে। মাঝরাতে বৃষ্টির তীব্রতা বাড়লেও ৭/১ গুরুদাস দত্ত লেনের কাগজের গোডাউনের আগুন ছড়াতে দেরি হয়নি। প্রতি রাতে গোডাউনের ভিতরে কর্মচারীরা থাকেন। তাই অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসতে স্থানীয় লোকজনরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।রাস্তা থেকে গোডাউনের দূরত্ব অনেকটাই বেশি ছিল। সরু গলি থাকায় দমকলকে প্রথম পর্যায়ে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। গোডাউনের ভিতরে সার সার কাগজের কার্টুন থাকার ফলে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই মারাত্মক কাণ্ড ঘটেছে।

 

 

 

 

Previous articleযাদবপুরের পড়ুয়ার রহস্য মৃ.ত্যুতে পুলিশের নজরে হোস্টেলের আরও ৪ বোর্ডার 
Next articleমেট্রোর কাজের জন্য আজ থেকেই বন্ধ সেক্টর ফাইভের রাস্তা!