Monday, August 25, 2025

ফের সংবাদ শিরোনামে উঠে এল মোদিরাজ্য (Modi State) গুজরাট (Gujrat)। এবার বিষ খেয়ে আত্মহত্যা এক কৃষক পরিবারের (Farmers Family)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে বিষ খান গুজরাটের বাসিন্দা ওই কৃষক। বিষয়টির কথা জানাজানি হতেই প্রতিবেশীরা তাঁদের হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে মৃত্যু হয়েছে কৃষক, তাঁর স্ত্রী এবং নাবালক পুত্রের। কিন্তু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কৃষক কন্যা। আর্থিক অনটনেই কি কৃষক পরিবারের আত্মহত্যার সিদ্ধান্ত? খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুজরাটের জুনাগড়ের বাসিন্দা মৃত কৃষকের নাম বিকাশ দুধাত্রা, বয়স ৫০ বছর। পাশাপাশি মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী হিনা এবং নাবালক পুত্র মননের। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বন্ধু প্রদীপ সাওয়ালিয়াকে ফোন করে বিষ খাওয়ার কথা জানান বিকাশ। খবর পেয়েই বন্ধুর বাড়িতে ছুটে এসে প্রদীপ। দেখেন, বিকাশ, তাঁর স্ত্রী এবং দুই সন্তান অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপরই তিনি পুলিশে খবর দেন এবং প্রতিবেশীদের ডেকে চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান কন্যা হ্যাপি ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। হ্যাপির অবস্থা এখনও সংকটজনক।

তবে আচমকা কেন এমন ভয়ানক সিদ্ধান্ত নিল কৃষক পরিবার? এর পিছনে আর্থিক অনটনই কি প্রধান কারণ? উঠছে প্রশ্ন। তবে তদন্তকারীরা জানিয়েছেন, কৃষকের মেয়ে কিছুটা সুস্থ হলেই তার বয়ান নেওয়া হবে। পাশপাশি বিকাশের বন্ধু, আত্মীয় এবং প্রতিবেশীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version