Thursday, August 21, 2025

কেদারনাথ যাওয়ার পথে ভ.য়াবহ দু.র্ঘটনা! ভূমিধসে মর্মান্তিক পরিণতি ৫ তীর্থযাত্রীর

Date:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেই বৃষ্টিতেই ধস নেমে অবরুদ্ধ একাধিক রাস্তা। বিপর্যস্ত জনজীবন। রাস্তা জুড়ে ভর্তি হয়ে রয়েছে পাথরের স্তূপ। আর সেই যাত্রাপথেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ধস নামে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ৫ তীর্থযাত্রীর। শুক্রবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হলেও শনিবার এই ঘটনার কথা সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগ জেলার তারসালি এলাকায় ধসের জেরে রাস্তায় পাথরের স্তূপ তৈরি হয়ে যায়। সেই সময়ই সেখান দিয়ে একটি তীর্থযাত্রী বোঝাই গাড়ি কেদারনাথে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আচমকাই প্রবল ঝড়বৃষ্টির জেরে তারসালি এলাকায় রাস্তায় ধস নামে। আর তার জেরেই হাইওয়ের প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়ে। আর সেই সময়ই সেখানে চাপা পড়ে গাড়িটি। হুড়মুড়িয়ে পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। তার জেরেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে তিন জন গুজরাটের বাসিন্দা। বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যহত হলে শুক্রবার দেহগুলি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার জেরে শুক্রবার কেদারনাথ যাওয়ার সংযোগকারী রাস্তা গুপ্তকাশী-গৌরীকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, হাইওয়ের ৬০ মিটার রাস্তা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই বেহাল অবস্থা উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক এলাকা। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর তারমধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

 

 

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version