Thursday, August 28, 2025

রাতভর বৃষ্টির জের (Heavy Rain)! আর লাগাতার বৃষ্টির জেরে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়ে (Ayodhya Hills) নামল ধস (Landslide)। স্থানীয় সূত্রে খবর, রবিবার অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি (Bagmundi) নামার পথে টুরগা ঝর্ণার সামনে ধস নামে। আর সেই ধসের কারণেই অবরুদ্ধ রাস্তা। বন্ধ যান চলাচল। ঘটনার জেরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী তিন থেকে চারদিন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরইমধ্যে পুরুলিয়ায় ঘটে গেল বড় বিপর্যয়। শনিবার সারারাত ভারী বৃষ্টির কারণেই পাহাড়ের কিছু অংশ ধসে রাস্তার উপর গড়িয়ে পড়ে। ঘটনার জেরে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এদিকে এই রাস্তায় দিয়েই অযোধ্যা পাহাড়ে থাকা সাধারণ বাসিন্দাদের যেকোনও কাজে বাঘমুন্ডি যেতে হয়। আর সেই মূল রাস্তাই বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।

তবে পরিস্থিতি আয়ত্তে আনতে কোমর বেঁধে ময়দানে নামেন প্রশাসনিক আধিকারিকরা। জোরকদমে চলে ধস সরানোর কাজ। কিছুক্ষণ পরে স্বাভাবিক হয় যানচলাচল। সম্ভবত এই প্রথমবার অযোধ্যা পাহাড়ে ধস নামল বলেই দাবি পরিবেশপ্রেমীদের একাংশের।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version