Friday, October 31, 2025

মুখে পাকিস্তান মু.র্দাবাদ স্লোগান! স্বাধীনতা দিবসের আগে তেরঙ্গায় মজলেন পাক বধূ সীমা

Date:

Share post:

প্রেমের টানে সুদূর পাকিস্তান (Pakistan) থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আর ভারতে প্রবেশের পর থেকেই একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন পাক বধূ সীমা হায়দার (Seema Haider)। তবে শুধু পাক বধূই নয়, শচীনের পাকিস্তানি বউ (Pakistani Wife) বলেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সীমা নাকি মন থেকে পাকিস্তান শব্দটি মুছে ফেলতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত জুলাই মাসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়ে দিয়েছিলেন আর পাকিস্তানে ফিরে যেতে চান না তিনি। তাঁর কাছে পাকিস্তান অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই জুড়ে রয়েছে ভারত। এর আগে রাধে রাধে লেখা উড়ুনি ব্যবহারের পাশাপাশি লোকজনকে দেখলে হাতজোড় করে প্রণাম, ঠাকুর পুজো সবটাই করছেন তিনি। প্রেমের টানে পাক সীমান্ত পেরিয়ে তিনি এখন অন্য সীমা। এবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ফের সংবাদ শিরোনামে উঠে এলেন এই বিতর্কিত কন্যা।

রবিবার নয়ডার (Noida) বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন (Flag Host) করেন তিনি। এইসঙ্গে পাক বধূ জানিয়েছেন, বলিউডের ছবির অফারও ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতা দিবস (Independence Day)। মিডিয়া রিপোর্ট বলছে সীমা এবার হর ঘর তেরঙা উৎসবে সামিল হয়েছেন। তিনি স্বামী শচীন মিনার সঙ্গে ভারতের জাতীয় পতাকাও উত্তোলন করেছেন। এদিকে সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে সীমা স্লোগান দিচ্ছেন পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে সীমার জীবন গত কয়েকদিনে অনেকটাই বদলে গিয়েছে।

পাবজি খেলতে গিয়ে ভারতের সচিনের সঙ্গে পরিচয় হয়েছিল সীমার। সেই পরিচয় থেকে প্রেম। সেই প্রেম ক্রমেই গভীর হয়। আর এরপর একদিন সীমান্ত টপকে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন সীমা। সঙ্গে তিন সন্তান। অবৈধ পথে ভিসা ছাড়াই তিনি ভারতে চলে এসেছিলেন। তারপরই সন্দেহ দানা বাঁধে তিনি কি পাকিস্তানি চর? তবে সীমা বার বারই সেই দাবি অস্বীকার করেছে।

 

 

 

 

spot_img

Related articles

কাজের গতি, স্বচ্ছতা আনতে রাজ্য পুলিশে এআই সেল! জানুন বিস্তারিত

পুলিশের(Police) কাজের গতি, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা আরও বাড়াতে রাজ্য পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) সেল গঠন...

উত্তরবঙ্গে বন দফতরের সফল অভিযান: নিরাপদে নয়া ‘ঘরে’ হাতির দল

মানুষ–প্রাণী সংঘাত রুখতে নজিরবিহীন পদক্ষেপ বন দফতরের (Forest Department)। দার্জিলিং জেলার তুকরিয়াঝর রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জে একদল হাতিকে...

ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে নাম উধাও বসিরহাটে,ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস তৃণমূলের

এসআইআরের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার খেলা শুরু করে দিল নির্বাচন কমিশন। একদিন আগেই চুপিচুপি কারচুপির...

রেডিওটা আছড়ে ভাঙলেন রাজীব গান্ধী…

মানস ভুঁইঞা কাঁথি ময়দান তখন উপচে পড়েছে। মিটিং চলছে। হঠাৎ অবিভক্ত মেদিনীপুরের জেলাশাসক ছুটতে ছুটতে এসে রাজীবজির হাতে একটা...