Sunday, November 2, 2025

রংবেরঙের পাগড়ি, কলার দেওয়া পাঞ্জাবি! স্বাধীনতা দিবসে ফের নজর কাড়ল প্রধানমন্ত্রীর পোশাক

Date:

আজ দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এরইমধ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিবারের মতো এবছরও নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক। বিশেষ করে তাঁর রংবেরঙের পাগড়ি।যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনাও। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মোদি স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁর পোশাক নিয়ে চর্চা হয়েছে। এবারও তার অন্যথা হল না।

আরও পড়ুনঃ দেশ মণিপুরের পাশে আছে: ৭৭ তম স্বাধীনতা দিবসে ‘হিংসা’ প্রসঙ্গে মুখ খুললেন মোদি
এদিন প্রধানমন্ত্রীকে রংবেরঙের পাগড়িতে দেখা যায়। সামনের দিকে লাল ও হলুদ রঙের আধিক্য থাকলেও, পাশে সবুজ, বেগুনি এসব নানা রং রয়েছে। পাগড়িতে ছোট ছোট বাঁধনির কাজ করা, যা রাজস্থানের সংস্কৃতির প্রতীক। পাগড়িটি পিছন দিকে পেশ অনেকটা লম্বা হয়ে ঝুলছে।
ওই পাগড়ির সঙ্গে তিনি পরেছেন কলার দেওয়া সাদা পাঞ্জাবি।তার উপরে ঘন নস্যি রঙের হাফ কোট।
প্রসঙ্গত,চলতি বছরের ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল একটি বহু বর্ণের রাজস্থানি পাগড়িতে। ভারতের বৈচিত্রের প্রতীক হিসেবেই তিনি এই পাগড়ি পরেন। ওই দিন ছিল বসন্ত পঞ্চমী, তাই তাঁর পাগড়িতে ছিল বসন্ত রঙেরই আধিক্য।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ, মঙ্গলবার ঠিক সাড়ে ৭টায় লালকেল্লায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত, জনগণমন…। তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ।উদযাপনী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version