Tuesday, November 11, 2025

স্বাধীনতা দিবসে ভারতকে শুভেচ্ছা আমেরিকার, পাশে থাকার আশ্বাস

Date:

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস। দেশের এই বিশেষ দিনটিতে ভারতীয়দের শুভেচ্ছা জানালেন মার্কিন বিদেশ সচিব। এমনকি আগামিদিনে দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার বার্তাও দিলেন।

আরও পড়ুনঃ রংবেরঙের পাগড়ি, কলার দেওয়া পাঞ্জাবি! স্বাধীনতা দিবসে ফের নজর কাড়ল প্রধানমন্ত্রীর পোশাক

আজ আমেরিকার পক্ষ থেকে সকল ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, “আমেরিকার পক্ষ আমি সকল ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমরা ভারতীয়দের গৌরবময় ইতিহাস উদযাপন করছি। ভারতের জন্য আমরা গর্বিত। আগামী দিনে ভারত ও আমেরিকা একযোগে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে।”

পাশাপাশি ব্লিঙ্কেন বলেন, “বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকা ও ভারত। গত এক বছরে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে। কঠিন সময়ে যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশে থাকব আমরা। ভারতীয়দের শান্তি ও সমৃদ্ধি সুনিশ্চিত করব আমরা। আমরা একযোগে বিশ্বে শান্তি, নিরাপত্তা, স্থিতাবস্থা স্থাপনের জন্য কাজ করব।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ১৫ আগস্টে মার্কিন মুলুকে জাতীয় উৎসব উদযাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল মার্কিন কংগ্রেসে। ভারতীয় বংশোদ্ভূত আইন প্রণেতা শ্রী থানেদার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আর্জি জানিয়েছিলেন, ভারতের স্বাধীনতা দিবসকে যেন আমেরিকার জাতীয় উৎসব উদযাপনের দিন হিসেবে ঘোষণা করা হয়।এরপরই ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে এমন বার্তা দিল আমেরিকা।

Related articles

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...
Exit mobile version