শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে কড়া মনোভাব মুখ্যমন্ত্রীর, জারি একগুচ্ছ নির্দেশিকা

অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে তৎপর রাজ্য সরকার। একগুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর

র‌্যাগিংয়ের শিকার হয়ে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় স্তম্ভিত। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে তৎপর রাজ্য সরকার। একগুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধু*ন্ধুমার! দুই ছাত্র সংগঠনের সং*ঘর্ষে আ*হত SFI নেতা হাসপাতালে

এমন ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী বলেন, “আমি সব জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। পড়াশোনায় ওরা ভালো হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে মানুষ মানুষ হয় না, যদি তার বিবেক না থাকে, যদি সে মানবিক না হয়”! মুখ্যমন্ত্রীর দাবি, ”এরা মাক্সবাদী। এখনও বড় বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে। ভোট, মানে ওদের জমিদারি। পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না। র‌্যাগিং করে ছেলেমেয়েদের উপর”। এরপর রাতেই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

র‌্যাগিং রুখতে শিক্ষা দফতরের নির্দেশিকা

রাজ্য ও জেলাস্তরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি গঠন করতে হবে অ্যান্টি র‌্যাগিং কমিটি ও মনিটরিং সেল।

কর্তৃপক্ষ নিষ্ক্রিয় থাকলে অভিযোগ খতিয়ে দেখবে অ্যান্টি র‌্যাগিং কমিটি

ভর্তির সময়ে র‌্যাগিং না করার হলফনামা দিতে হবে

র‌্যাগিং বিরোধী প্রচার চালাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি