Friday, November 7, 2025

মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা অনুদান, নয়া টেন্টের উদ্বোধনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

আগামী দিনে আইএসএল খেলুক মহামেডান স্পোটিং ক্লাব। চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, খেলা হবে দিবসে মহামেডান ক্লাবের (Mohamedan Club) নতুন টেন্টের (Tent) উদ্বোধনে গিয়ে ৬০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ক্লাব সমর্থকদের কাছে আবেদন জানালেন, প্রত্যেকে যেন অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন। মমতার কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, তাতে এই টাকাতেই তাদের ভাঁড়ার ভরে উঠবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, খেলা ও সঙ্গীত তাঁর পছন্দের বিষয়ে। বাংলার প্রধান ৩ দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে সম্মান জানিয়ে বঙ্গভূষণ সম্মান দিয়েছেন তিনি। দিয়েছেন অনুদানও। এর পরেই আইসিএলের প্রসঙ্গ তুলে মমতা বলেন, মহামেডান কেন খেলতে পারবে না! আমি দেখতে চাই আগামী মহামেডানও আইএসএল খেলবে। বাংলার টিম ISL চ্যাম্পিয়ন হবে। এই প্রসঙ্গে IPL-এ শাহরুখ খানের (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্সের পর পর ৩বার চ্যাম্পিয়ন হওয়ার কথা উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, মোহনবাগান আইএসএল খেলছে। ইস্টবেঙ্গলও খেলেছে। তবে, তাদের দলটা দুর্বল। পরের বার আরও ভালো দল নিয়ে যেতে হবে। মমতা এই কথার পরেই, লাল-হলুদ সমর্থকরা বলে ওঠেন, আমরা মোহনবাগানকে হারিয়েছি। হেসে ফেলেন মুখ্যমন্ত্রী। বলেন, সেটা হারালেও দল শক্তিশালী করতে হবে। এর পরেই রাজ্যের ৪ মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, মনোজ তিওয়ারিকে উদ্দেশ্য করে বলেন, কী মহামেডান আইএসএল খেলবে? সবাই সমস্বরে সম্মতি জানান। এরপরই সমর্থকদের থেকে চাঁদা তুলে ক্লাবকে চাঙ্গা করার কথা বলে মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, প্রত্যেকে যদি অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন, তাহলেই তাদের ভাণ্ডার ভরে উঠবে। মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সদস্য-সমর্থকদের হাতহাতিতে ফেটে পড়ে মহামেডান তাঁবু।

 

 

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version