Wednesday, December 17, 2025

মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা অনুদান, নয়া টেন্টের উদ্বোধনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী দিনে আইএসএল খেলুক মহামেডান স্পোটিং ক্লাব। চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, খেলা হবে দিবসে মহামেডান ক্লাবের (Mohamedan Club) নতুন টেন্টের (Tent) উদ্বোধনে গিয়ে ৬০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ক্লাব সমর্থকদের কাছে আবেদন জানালেন, প্রত্যেকে যেন অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন। মমতার কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, তাতে এই টাকাতেই তাদের ভাঁড়ার ভরে উঠবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, খেলা ও সঙ্গীত তাঁর পছন্দের বিষয়ে। বাংলার প্রধান ৩ দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে সম্মান জানিয়ে বঙ্গভূষণ সম্মান দিয়েছেন তিনি। দিয়েছেন অনুদানও। এর পরেই আইসিএলের প্রসঙ্গ তুলে মমতা বলেন, মহামেডান কেন খেলতে পারবে না! আমি দেখতে চাই আগামী মহামেডানও আইএসএল খেলবে। বাংলার টিম ISL চ্যাম্পিয়ন হবে। এই প্রসঙ্গে IPL-এ শাহরুখ খানের (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্সের পর পর ৩বার চ্যাম্পিয়ন হওয়ার কথা উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, মোহনবাগান আইএসএল খেলছে। ইস্টবেঙ্গলও খেলেছে। তবে, তাদের দলটা দুর্বল। পরের বার আরও ভালো দল নিয়ে যেতে হবে। মমতা এই কথার পরেই, লাল-হলুদ সমর্থকরা বলে ওঠেন, আমরা মোহনবাগানকে হারিয়েছি। হেসে ফেলেন মুখ্যমন্ত্রী। বলেন, সেটা হারালেও দল শক্তিশালী করতে হবে। এর পরেই রাজ্যের ৪ মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, মনোজ তিওয়ারিকে উদ্দেশ্য করে বলেন, কী মহামেডান আইএসএল খেলবে? সবাই সমস্বরে সম্মতি জানান। এরপরই সমর্থকদের থেকে চাঁদা তুলে ক্লাবকে চাঙ্গা করার কথা বলে মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, প্রত্যেকে যদি অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন, তাহলেই তাদের ভাণ্ডার ভরে উঠবে। মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সদস্য-সমর্থকদের হাতহাতিতে ফেটে পড়ে মহামেডান তাঁবু।

 

 

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...