Monday, August 25, 2025

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপের নায়ক বেন স্টোকস অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজের তাকে নিয়েই দল সাজিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস। গত গ্রীষ্মে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। তবে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তাকে ওয়ানডেতে ফেরানোর চেষ্টা করছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাদের সেই চেষ্টা সফল হলো।

নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার মধ্য দিয়ে স্টোকসের ওয়ানডে বিশ্বকাপে খেলা একরকম নিশ্চিত হলো বলা চলে। তবে স্টোকস ফিরলেও চোটের কারণে পেসার জোফরা আর্চার এই সিরিজের দলেও নেই।১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সারে পেসার গাস অ্যাটকিনসন। টি-টোয়েন্টি ব্লাস্টের পর চলমান দ্য হানড্রেডেও গতির ঝলক দেখিয়েছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা এ ফাস্ট বোলার। ওয়ানডে দলের মতো টি-টোয়েন্টি দলেও আছেন তিনি।

আরও ডাকা পেয়েছেন পেসার জশ টাং ও জন টার্নারকে। এই দুজনও অভিষেকের অপেক্ষায় আছেন। টাং অবশ্য এরই মধ্যে টেস্ট অভিষেক করে ফেলেছেন। টার্নার ইংল্যান্ডের কোনো দলে ডাক পেলেন প্রথমবার।আগামী ৩০ অগাস্ট ডারহামে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। ম্যানচেস্টারে ১ সেপ্টেম্বর দ্বিতীয়, বার্মিংহামে ৩ সেপ্টেম্বর তৃতীয় ও নটিংহ্যামে ৫ সেপ্টেম্বর হবে চতুর্থ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল মুখোমুখি হবে ওয়ানডেতে। কার্ডিফে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে, ১০ সেপ্টেম্বর সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডে, ১৩ সেপ্টম্বর ওভালে তৃতীয় ও ১৫ সেপ্টেম্বর লর্ডসে হবে চতুর্থ ওয়ানডে।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version