যাদবপুরে ছাত্র মৃ*ত্যুর তদন্তে এবার লালবাজারে তলব ডিন অব স্টুডেন্টস, রেজিস্ট্রারকে

তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। যদিও স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত করতে নেমে এখনও অনেক প্রশ্নের উত্তর পায়নি পুলিশ। সেখানেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হোস্টেল আধিকারীরে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে)

0
1

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর তদন্তে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব করল লালবাজার। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অব স্টুডেন্টসকে আজ, বুধবার দুপুর ৩টেয় ডেকে পাঠিয়েছে লালবাজার। নোটিশ পাঠিয়ে তাদের জয়েন্ট সিপি ক্রাইম-এর সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

সূত্রে খবর, তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। যদিও স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত করতে নেমে এখনও অনেক প্রশ্নের উত্তর পায়নি পুলিশ। সেখানেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হোস্টেল আধিকারীরে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে লালাবাজারে ডেকে পাঠানো হয়েছে পদাধিকারীদের।

মনে করা হচ্ছে, হস্টেলে অনিয়মের অভিযোগ থাকলেও আদৌ কি কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল? অনিয়মের অভিযোগ যদি ওঠে তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? কেন দিনের পর দিন সিসিটিভি বন্ধ ছিল, কেন হস্টেলে রেজিস্টার মেনটেইন করা হতো না? সেইসব প্রশ্নের উত্তর পেতে চায় পুলিশ।